বাংলাদেশ-পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৬ অক্টোবর ২০২২
বাংলাদেশ-পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন উইলিয়ামসন

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ-পাকিস্তান এবং স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজে দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মানছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার মতে, বিশ্বকাপের আগ মুর্হূতে ত্রিদেশীয় সিরিজ প্রস্তুতির সবচেয়ে ভালো প্লাটফর্ম।

বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে নিজ ডেরায় ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এটিই শেষ প্রস্তুতির সিরিজ তিন দলের জন্যই। গত আগস্টে সর্বশেষ টি-টোয়েন্টি লড়াইয়ে নেমেছিল নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় সারির দলটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল কিউইরা। এরপর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি তারা। ফলে ত্রিদেশীয় এ সিরিজকে প্রস্তুতির সবচেয়ে ভালো সুযোগ বলে মনে করছেন উইলিয়ামসন। বলেন, ‘মেগা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্টের আগে এ সিরিজটি আমাদের অনেক বেশি উপকৃত করবে।’

কেন উইলিয়ামসন বলেন, ‘বিশ্বকাপের দলটি নিয়েই আমরা এ ত্রিদেশীয় সিরিজে খেলবো। এ সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারবো। আমাদের একটি ভালো স্কোয়াড আছে। আমরা মাঠে খেলার জন্য মুখিয়ে আছি।’

বাংলাদেশ ও পাকিস্তানকে টি-টোয়েন্টির অন্যতম সেরা দল বলছেন উইলিয়ামসন। এই সেরা দুই দলের বিপক্ষে বিশ্বকাপের আগে খেলাকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘আমরা জানি, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও পাকিস্তান দুর্দান্ত দল। বাংলাদেশ ও পাকিস্তানের মতো খুব ভালো দু’টি দলের বিপক্ষে বিশ্বকাপের আগে এমন টুর্নামেন্ট খেলতে পারাটা দারুণ সুযোগ। এ সিরিজের পারফরমেন্সে বিশ্বকাপে কাজে দিবে। এখানে বেশ কিছু ম্যাচ খেলবো আমরা। ভালো মোমেন্টাম নিয়ে বিশ্বকাপে যেতে চাই।’

শনিবার (৮ অক্টোবর) ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এর আগে শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।



শেয়ার করুন :