অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে বাকি দুটি দল হলো স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের এ সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। সিরিজের টাইটেল স্পন্সরও বাংলাদেশের কোম্পানি।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে তিন দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সিরিজের নামকরণ করা হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ।’ বুধবার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরিজের নাম ও লোগো উন্মোচন করা হয়।
বাংলাদেশের এএইচএন গ্রুপের ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের স্পন্সর করছে। ফলে সিরিজের নামকরণও স্পন্সর কোম্পানির সাথে মিল রেখে ‘বাংলা ওয়াশ’ যুক্ত করা হয়েছে। সিরিজের লোগোতে বাংলা অক্ষরে ‘বাংলা ওয়াশ’ লিখা থাকবে।
এদিকে, দেশে সিরিজের নাম ও লোগো উন্মোচনের দিন নিউজিল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি দুই দলের অধিনায়ক উপস্থিত থাকলেও ছিলেন না বাংলাদেশের দলনেতা।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত না থাকায় টাইগারদের প্রতিনিধি হিসিবে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
চলতি অক্টোবরের ৭ তারিখ (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ, মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের পরের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৩ অক্টোবর। এছাড়া সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৪ অক্টোবর।
স্পোর্টসমেইল২৪/আরএস