অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি ২০২২ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষণা অনুযায়ী, পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ডলার। যার মধ্যে শিরোপাজয়ী দলের পকেটে উঠবে ১৬ লাখ ডলার এবং রানারআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক ৮ লাখ ইউএস ডলার।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এসব তথ্য জানিয়েছে।
বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা বিজয়ীরা মোট ১.৬ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। যা বাংলাদেশি টাকায় অংক দাঁড়ায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার ৪শ’ টাকা। (প্রতি ডলার মূল ধরা হয়েছে ১০০.০৯ টাকা)। এছাড়া আসরের রানাস-আপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, অর্থাৎ ৮ লাখ ডলার।
এছাড়া সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রত্যেক দলের পকেটে উঠবে ৪ লাখ ডলার করে, অর্থাৎ বিদায় নেওয়া দুই দল পাবে মোট ৮ লাখ ডলার।
সুপার টুয়েলভে প্রত্যেক জয়ী দলের খাতায় যুক্ত হবে ৪০ হাজার ডলার করে, অর্থাৎ মোট ৩০ ম্যাচে আইসিসি খরচ করবে ১২ লাখ ডলার।
সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮ দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে, অর্থাৎ ৮ দলের মোট প্রাইজমানি হলো ৪ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া চার দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার।
স্পোর্টসমেইল২৪/আরএস