অনুজ্জ্বল সাকিব, ফাইনালে ওঠা হলো না গায়ানার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
অনুজ্জ্বল সাকিব, ফাইনালে ওঠা হলো না গায়ানার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারের মতো দ্বিতীয়াটাতেও জ্বলে উঠতে পারলেন না সাকিব। ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিবের দলও টানা দুই কোয়ালিফায়ার হেরে ফাইনালে উঠতে পারলো না।

দ্বিতীয় কোয়ালিফারে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে সাকিবের দল গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স হেরেছে ৩৭ রানের ব্যবধানে। বল হাতে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতেও কোনো ভূমিকা রাখতে পারেননি বাংলাদেশী অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে গায়ানা। ১৬ রানে দুই উইকেট তুলে বেশ ভালো শুরু করেছিল তারা। এরপর দলীয় ৭১ রানে আরও একটি তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রনে রেখেছিল গায়ানা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে মাত্র ছয় রান দিয়েছেন সাকিব।

এরপর শুরু হয় সামারাহ ব্রুকস ঝড়। ব্যাট হাতে সাকিবের দলের বোলারদের উপর টর্নেডো চালিয়ে মাত্র ৫২ বলে সাত চার ও আট ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। 

ইনিংসের ১৫তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে মাত্র তিন রান দিয়ে দুর্দান্ত একটি ওভার করেন তিনি। দুই ওভারে মাত্র ৯ রান দেওয়া সাকিবকে এরপর ১৭তম ওভারে বোলিংয়ে আনেন গায়ানা অধিনায়ক শিমরন হেটমায়ার।

ওই ওভারেই ব্রুকসের তোপের মুখে পড়েন তিনি। তিন ছক্কাসহ হজম করেন ২১ রান। পরে তাকে আর বোলিংয়েই আনেননি হেটমায়ার। শেষদিকে ইমার ওয়াসিমের ১৫ বলে ৪১ রানের সাইক্লোন ইনিংসে ২২৬ রানের বড় সংগ্রহ পায় জ্যামাইকা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে পল স্টার্লিংকে হারালেও বেশ ঝড়ো শুরু পেয়েছিল গায়ানা। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে গিয়েছে সাকিবের দল। 

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ছয় বলে মাত্র পাঁচ রান করে জ্যামাইকা বোলার ক্রিস গ্রিনের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। শাই হোপের ১৬ বলে ৩১ এবং কিমো পলের ৩৭ বলে ৫৬ রান ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে গায়ানার ইনিংস। ৩৭ রানের হারে ফাইনালে ওঠার আগেই আসর ছিটকে পড়ে সাকিবের দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল

সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল

সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল