সাব্বিরের এক ছক্কা দেখেই ‘সামর্থ্য’ বুঝে গিয়েছেন সিডন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
সাব্বিরের এক ছক্কা দেখেই ‘সামর্থ্য’ বুঝে গিয়েছেন সিডন্স

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর তিন ইনিংসে ব্যাটিং করেছেন সাব্বির। ‘মেকশিফট’ ওপেনার হিসেবেই এই তিন ম্যাচে সাব্বিরকে ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাট হাতে তাদের প্রতিদান দেওয়ার মতো কিছুই করতে পারেননি তিনি। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ৯ বলে ১২ রানে ফিরে গেছেন নির্বিষ এক স্পিনে।

তবে এর মাঝে পেস বলে মিড উইকেট দিয়ে দারুণ একটি ছক্কা মেরেছেন এই হার্ডহিটার ব্যাটার। এই ছক্কায় মুগ্ধ হয়েছেন সাব্বিরদের ব্যাটিং কোচ জেমি সিডন্স। এমনকি এই এক্কা ছক্কাতেই নাকি তার ব্যাটিং সামর্থ্য সম্পর্কেও বুঝে গেছেন তিনি। 

সিডন্স বলেন, “সাব্বির এবার ফেরার পর এখনও এই পর্যায়ে পায়ের নিচে জমিন খুঁজে পায়নি। তবে একটি শটেই সে দেখিয়েছে, ব্যাট হাতে কী করতে পারে। এটাই আরও বেশি দেখতে চাইব।”

সাব্বিরের ওপেনিং সঙ্গী মেহেদী হাসান মিরাজকে নিয়েও দারুণ  উচ্ছস্বিত সিডন্স। মিরাজকে প্রথম থেকে শট খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“মিরাজ দারুণভাবে নিজেকে মেলে ধরেছে। ওর আত্মবিশ্বাস দারুণ। টেস্ট ও ওয়ানডেতে ওকে ভালো করতে দেখেছি, জানতাম ও কী করতে পারে। এখানে ওকে লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে আরও বেশি শট খেলার। সে দারুণ করছে” যোগ করেন সিডন্স।

নিয়মিত ওপেনারদের ব্যর্থতায় মেকশিফট ওপেনার নামিয়ে দেওয়া বিশ্ব ক্রিকেটে নতুন কিছু নয়। এবার সেই পথেই হেঁটেছে বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

এবার লড়াই করতে পারেনি আমিরাত, সহজেই জিতলো বাংলাদেশ

এবার লড়াই করতে পারেনি আমিরাত, সহজেই জিতলো বাংলাদেশ

আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী

আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী