বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যে হারলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে প্রথম ম্যাচে ৭ রানে জয় পেলেও হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে লড়াই করার পর দ্বিতীয় ম্যাচেও পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৮ রানের সংগ্রহ গড়েছিল নুরুল হাসান সোহানের দল। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে মাত্র ৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে আরব আমিরাতের বিপক্ষে প্রথম দেখায় ২০১৬ সালে মিরপুরে ৫১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন।
স্পোর্টসমেইল২৪/আরএস