এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

ফাইল ছবি

সদ্য নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দেশে ফিরেও দম ফেলার সুযোগ নেই তাদের। কয়েক দিন পরই এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে মাঠে নামবে জ্যোতি-সালমারা।

চলতি বছরের ১ অক্টোবর চায়ের শহর সিলেটে পর্দা উঠবে নারীদের এশিয়া কাপের। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

টুর্নামেন্ট শুরু আগে নিজেদেরকেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।

সেই দলের অনেকেই আছেন এবারের দলে। এছাড়া এবারের আসর অনুষ্ঠিত হবে ঘরের মাঠে। এসব দিক বিবেচনা করে শিরোপা ধরে রাখার বেশ ভালো সম্ভাবনা দেখছেন টাইগ্রেসদের অধিনায়ক।

জ্যোতি বলেন, “আমি আমাদের দিক থেকে চিন্তা করছি কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের টিমটা দেখবেন যে অলমোস্ট যারা এশিয়া কাপ খেলেছেন অনেকেই আছেন। এখানে সবাই অভিজ্ঞ এবং যেহেতু ঘরের মাঠে খেলা আমার কাছে মনে হয় নিজেদেরকে এগিয়ে রাখাটাই উচিত।”

বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়াতে প্রস্তুতিতে দারুণ সন্তষ্ট জ্যোতি। এছাড়া বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও এশিয়া কাপে তাদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন তিনি। 

বিমান বন্দরে সাংবাদিকদের জ্যোতি বলেন, “আমরা যেহেতু ভালো একটা প্রস্তুতি নিয়েছি এবং চ্যাম্পিয়নশিপের (বিশ্বকাপ বাছাইপর্ব) মত বড় অনুপ্রেরণা আর কোনো কিছু হতে পারে না। তাই আমার কাছে মনে হয় আমরা কোয়ালিফাই (টি-টোয়েন্টি বিশ্বকাপ) করে এসেছি যেটা আমাদেরকে অন্যরকম একটা বুস্ট আপ করে রাখছে।”

এবারের এশিয়া কাপে সূচি অনুযায়ী প্রতিদিন দুইটা করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৯.০০টায় এবং দ্বিতীয়টি দুপুর ১.৩০টায়। সাত দলের এই আসরে প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলবে।

টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ১ অক্টোবর সকাল ৯টায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের সূচি প্রকাশ

বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের সূচি প্রকাশ

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ