চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন জ্যোতিরা

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় জ্যোতি-সালমাদের বহনকারী বিমান। 

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে উঠেই ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আরব আমিরাত যাওয়ার আগে শুধু বিশ্বকাপ নিশ্চিত নয়, বাছাইপর্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অধিনায়ক জ্যোতি। বিমানবন্দরে সাংবাদিকদের সবার আগে সেটাই মনে করিয়ে দিলেন তিনি।

জ্যোতি বলেন, “আমিরাতে (আরব) যাওয়ার আগেই বলে গিয়েছিলাম, শুধু কোয়ালিফাই খেলতে চাই না। যেহেতু আমরা এফটিপিতে আছি তাই বাইরের টি-টোয়েন্টি সিরিজ গুলো খেলব। তাই আমাদের টার্গেট থাকবে অবশ্যই সিরিজ নেওয়ার এবং জেতার।”

জ্যোতি আশা করছেন এই শিরোপা জেতায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে টাইগ্রেসদের। আর তাতে করে আগামী তাদের আর বাছাইপর্ব খেলতে হবে না। 

“এর ফলে আমরা যদি র‍্যাঙ্কিং এগিয়ে যেতে পারি আমাদেরকে আর কোয়ালিফাই খেলতে হচ্ছে না। আশা করছি এই প্ল্যানে আমাদের ক্রিকেট বোর্ড এগোচ্ছে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি” যোগ করেন জ্যোতি।

তবে এখনই ছুটি পাচ্ছেন না সালমা-ফারাজানারা। চলতি বছরের ১ অক্টোবর থেকে সিলেটে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ। ফলে বিমান থেকে নেমেই এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে তাদের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

চাপের মধ্যে জয় আত্মবিশ্বাস জোগাবে: মিরাজ

চাপের মধ্যে জয় আত্মবিশ্বাস জোগাবে: মিরাজ

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ