বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও ম্যাচ সেরা সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২
বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও ম্যাচ সেরা সাকিব

ব্যাট হাতে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু করেছিলেন টানা দুই শূন্য দিয়ে! তাতেই কি অহমে আঘাত লেগেছিল সাকিব আল হাসানের, হয়তোবা! এর পরের দুই ম্যাচে যেভাবে ফিরে আসলেন সেভাবেই হয়তো অহমে আঘাত লাগলে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা ফিরে আসেন।

রানে ফিরেছেন, চলতি আসরে প্রথমবার ম্যাচ সেরা হয়েছেন এখনও ২৪ ঘন্টা পার হয়নি। তার আগেই আবারও ম্যাচ সেরা পুরষ্কার হাতে হাসিমুখে ছবি তুলতে দাঁড়িয়ে গেছেন!

এমনকি আগেরটার চেয়ে এটা আরও বেশি বিধ্বংসী পারফর্মেন্স। বোলিংয়ে ১২ রানে এক উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৩০ বলে ৫৩ রান! আর কি চাই ম্যাচ সেরা হাতে! দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্মেন্সে তাই ২৪ ঘন্টা পার হওয়ার আগেই টানা দুই ম্যাচসেরা পুরষ্কার সাকিবের হাতে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে সিপিএলে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিবের গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তার দলের অধিনায়ক শেমরন হেটমায়ার।

বল হাতে এদিন অবশ্য সাকিবকে তেমন একটা কিছু করতে হয়নি। অন্যরাই বার্বাডোজকে ধসিয়ে দিয়েছে। ইনিংসের ষষ্ট ওভারে বোলিংয়ে এসে এক ছক্কাসহ ৯ রান হজম করেন তিনি।

এরপর অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাত্র তিন রান দেন সাকিব। লম্বা বিরতি দিয়ে ইনিংসের ১৮তম ওভারে আবার সাকিবকে বোলিংয়ে আনেন হেটমায়ার। ওভারের প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে বার্বাডোজের শেষ ব্যাটার মুজিব উর রহমানকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন সাকিব।

১২৫ রানের স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসে প্রথম ওভারেই উইকেট হারায় গায়ানা। শূন্য রানে ফিরে যান চন্দরপল হেমরাজ। এরপর দলীয় ১৮ রানে শাই হোপ ফিরে গেলে চাপে পড়ে গায়ানা।

চার নম্বরে ব্যাটিং করতে এসে মুহূর্তেই দলের উপর থেকে সেই চাপ উধাও করে দেন সাকিব। উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই জেসন হোল্ডারকে চার মেরে ইনিংস শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এরপর কায়াল মায়ার্স, মুজিবের ওভারে বাউন্ডারি মারার পর ম্যাকায়ের ওভারে টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়েছেন সাকিব। আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের পরিকল্পনাই উলটে দিয়েছেন তিনি।

ইনিংসের ৯ম ওভারে রেমন্ডসের বলে হাঁকালেন আরও একটি বিশাল ছক্কা। ২৭তম বলে পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি। এরপর যদিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। ৩০ বলে ৫৩ রানে আউট হয়ে যান, যেখানে ছিল পাঁচ চার ও তিনটি বিশাল ছক্কা। তবে ততক্ষণে দলের জয় প্রায় নিশ্চিত করে দিয়েছেন সাকিব। 

শেষ ৫৪ বলে গায়ানার প্রয়োজন ছিল মাত্র ২৯ রান। সাকিব ফেরার পর সহজেই এই রান তুলেছে তারা, জয় এসেছে ছয় উইকেটের ব্যবধানে। এই জয়ে সাকিব যাওয়ার পর টানা চার জয় পেল তারা। সব মিলিয়ে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের গায়ানা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে  বাংলাদেশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা

বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনের খোঁজে বাংলাদেশ

বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনের খোঁজে বাংলাদেশ

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল

সিপিএলে দুর্দান্ত সাকিব, ম্যাচ সেরা পারফরম্যান্সে জিতলো দল