আরও একবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা তিনবার বাছাইপর্বে শিরোপা জিতলো টাইগ্রেসরা। বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল আগেই, আর এবার তো চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাবে জ্যোতি-সালমারা।
সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এবার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা নিগার সুলতানা জ্যোতির দল ফাইনালে সেই আইরিশ মেয়েদের হারিরেই শিরোপা আনন্দে মাতলো।
আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২৫ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা, ফিরে যান মুর্শিদা খাতুন।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা অধিনায়ক জ্যোতির ব্যাটে ফাইনালে হাসলো না, ফিরলেন মাত্র ছয় রানে! এরপর অভিজ্ঞ রুমানা আহমেদকে নিয়ে ৪৯ রানের দুর্দান্ত জুটি গড়েন ওপেনার ফারজানা হক।
দলীয় ৯৬ রানে ব্যক্তিগত ২১ রানে রুমানা ফেরার বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ফারজানাও। পাঁচ রানের ব্যবধানে ৫৫ বলে সাত চারে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন তিনি।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ পায় জ্যোতির দল।
বোলিং করতে নেমে আয়ারল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে মাথা তুলেই দাড়াতে দেয়নি আইরিশ মেয়েদের।
ইনিংসের দ্বিতীয় ওভারে আইরিশ ব্যাটার গ্যাভি লিউজকে ফিরিয়ে শুরু করেন সানজিদা আক্তার মেঘলা। নাহিদা আক্তার বোলিংয়ে এসে ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট তুলে নেন। এরপর রুমানা তার তিন ওভারে তিন উইকেট নিলে এক পর্যায়ে ৫৮ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে মোটামুটি ছিটকে যায় আয়ারল্যান্ড।
শেষদিকে আরলিনা কেলি যদিও ব্যাট হাতে ২৪ বলে ২৮ রানের ইনিংসে লড়াই করেছিলেন কিন্ত তাতে হার এড়াতে পারেনি আইরিশরা।শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১১৩ রানে থামে তাদের ইনিংস।
এই জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে সামনে থেকে নেত্বতৃ দেওয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি