বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের জন্য রোববারের (২৫ সেপ্টেম্বর) দিনটা হতে পারে বছরের ব্যস্ততম সময়। বাংলাদেশের কোনো খেলা মানেই সব কাজ ফেলে টিভির সামনে বসে যাওয়া। আর একদিনে কাছাকাছি সময়ে যদি তিন দল বাংলাদেশ নাম নিয়ে মাঠে তাহলে তো আর কথাই নেই।
আর সেরকমটাই হতে চলেছে রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে। বাংলাদেশ নাম নিয়ে তিনটি আলাদা ক্রিকেট দল মাঠে নামছে দুই দেশে।
রাত আটটায় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রায় চার বছর পর দেশটির মুখোমুখি হচ্ছে টাইগাররা।
একই দেশে রাত ৯টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়রল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। ফাইনাল জিতলেই চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।
অন্যদিকে ভারতে বাংলাদেশ জাতীয় পুরষ ক্রিকেট দলের সঙ্গে একই সময়ে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস নামে একটি দল। রোড সেফটি সিরিজে যে ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা লিজেন্ডস।
জাতীয় পুরষ ক্রিকেট দল ও লিজেন্ডস দলের খেলা টিভিতে সরাসরি দেখা গেলেও কোনো চ্যানেল জ্যোতি-সালমাদের খেলা দেখাবে না। ফলে নারীদের ফাইনাল দেখতে হলে আপনাকে চোখ বোলাতে বিভিন্ন অনলাইন লিঙ্কে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি