নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।
প্রথম ম্যাচে রোববার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় আরব আমিরাতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর একই সময়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
তবে এই সিরিজ উপলক্ষ্যে দর্শকদের জন্য সুখবর দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এই সিরিজের জন্য কোনো টিকিট না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে টিকিট ছাড়াই এই সিরিজ উপভোগ করতে পারবেন দর্শকরা।
আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলে নেই নিয়মতি অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। তাই তাকে এই সিরিজে পাচ্ছে না টাইগাররা।
সাকিবের জায়গায় এই সিরিজে বাংলাদেশকে নেত্বতৃ দিবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই উইকেটরক্ষকক ব্যাটার।
এছাড়া চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারা ওপেনার লিটন কুমার দাস ও ইয়াসির আলী চৌধুরি রাব্বিও এই সিরিজেই ফিরছেন। তবে দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্রিকেট নতুন করে সবকিছু ঢেলে সাজাতে গিয়ে রিয়াদকে দল থেকে ছেটে ফেলেছে নির্বাচকরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি