‘বাবর-রিজওয়ান স্বার্থপর’ সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২
‘বাবর-রিজওয়ান স্বার্থপর’ সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি

ফাইল ফটো

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০০ রানের টার্গেট উদ্বোধনী জুটিতেই স্পর্শ করেন বাবর ও রিজওয়ান। এরপরই বাবর-রিজওয়ানদের সমালোচকদের এক হাত নিলেন দেশটির পেস সেনশেসন শাহিন শাহ আফ্রিদি।

চলতি মাসেই শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ২৩ রানে পরাজিত হয় পাকিস্তান। ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান। ফাইনালের পাকিস্তানের হারের জন্য দলের দুই ওপেনার বাবর-রিজওয়ানের সমালোচনা করেন দেশের সাবেক ক্রিকেটাররা।

তাদের ভাষ্য ছিল- টি-টোয়েন্টি দ্রুত রান তুলতে হয়, সেটি জানেন না বাবর-রিজওয়ান। দলের জন্য নয়, নিজেদের জন্যই খেলে থাকেন তারা। তাই তাদের ওপেনিং থেকে সরানোর সময় এসেছে।

তবে এশিয়া কাপের ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী রূপ দেখিয়েছেন বাবর-রিজওয়ান। বাবর ১১০ ও রিজওয়ান ৮৮ রানে অপরাজিত থেকে ২০০ রানের টার্গেট স্পর্শ করে জয় তুলে নেন। বাবর-রিজওয়ানের এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে সমালোচকদের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন পেসার আফ্রিদি।

আফ্রিদি লিখেন, “আমার মনে হয়, বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার সময় এসেছে। কী স্বার্থপর খেলোয়াড় তারা। ঠিকভাবে খেললে ১৫ ওভারেই খেলা শেষ হওয়ার কথা (১৯.৩ ওভারে শেষ হয় খেলা)। অথচ তারা কি-না শেষ ওভারে নিয়ে গেল ম্যাচ। এ দু’জনের বিরুদ্ধে আন্দোলন করা যাক। কী বলেন?”

ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি। দলের বাইরে থাকা দেশসেরা এ পেসার আরও লিখেন, “এই অসাধারণ পাকিস্তান দলকে নিয়ে আমি খুবই গর্বিত।”

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণে হতাশ বাবর

সাবেক ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণে হতাশ বাবর

বাবর-রিজওয়ানের তাণ্ডবে লণ্ডভণ্ড ইংল্যান্ড

বাবর-রিজওয়ানের তাণ্ডবে লণ্ডভণ্ড ইংল্যান্ড

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি

প্রত্যাবর্তনে হেলসের ফিফটি, পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

প্রত্যাবর্তনে হেলসের ফিফটি, পাকিস্তানকে হারালো ইংল্যান্ড