মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ০৭ জুলাই ২০১৮
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

ছবি : বিসিবি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আমস্টেলভিনে শুক্রবার ( স্থানীয় সময়) পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে আটকে রেখে ৩১ বল বাকি রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করলো এশিয়া কাপ জয়ী সালমারা।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। দলকে প্রথম উইকেট এনে দেন তিনিই। আরেক পাশে জাহানারা আলমও উইকেট নেন দ্রুত। পাপুয়া নিউ গিনি ২ রানেই ২ উইকেট হারায়।

পরে পেসার পান্না ঘোষের জোড়া আঘতে পাপুয়া নিউ গিনি ২৯ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে তানিয়া রুমার অপরজিত ২৩ আর বেরু ফ্র্যাঙ্কের ২৭ রানে শেষ পর্যন্ত ৮৪ রান করে পাপুয়া।

৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। বলের পর ব্যাটিংয়ে দারুণ খেলেন বাংলাদেশের মেয়েরা। ৫ চারে ৩৫ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ম্যাচ সেরারও হয়েছেন তিনি।

৪১ রানের উদ্বোধনী জুটিতে আয়েশা রহমান করেছেন ১৫। তৃতীয় উইকেটে ফারজানা হক ও নিগার সুলতানা জুটি অনায়াসেই জয়ের বন্দর পৌঁছে যায় বাংলাদেশ। তখনও ৪ ওভার ১ বল ব্যাট করা বাকি ছিল। সঙ্গে ব্যাটম্যান ছিলেন আরও ৮ জন।

সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ২০ ওভারে ৮৪/৬ (ফ্র্যাঙ্ক ২৭, রুমা ২৩*, জন ১৫; জাহানারা ৪-১-১৫-১, সালমা ৪-০-১২-১)।
বাংলাদেশ : ১৪.৫ ওভারে ৮৬/২ (শামিমা ৩৫, আয়েশা ১৫, ফারজানা ১৭*, নিগার ১১*)

ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : শামিমা সুলতানা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

শেষ ওভারে রোমাঞ্চ, ভারতকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

শেষ ওভারে রোমাঞ্চ, ভারতকে হারিয়ে সমতায় ইংল্যান্ড