পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করাকে গর্বের বলছেন মঈন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করাকে গর্বের বলছেন মঈন

১৭ বছর পর পাকিস্তান সফরে গেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। তবে সিরিজের শুরু থেকে নিয়মিত অধিনায়ক জস বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড।

এই উইকেটরক্ষক ব্যাটারের জায়গায় এই সিরিজে ইংল্যান্ডকে নেত্বতৃ দিবেন সহ-অধিনায়ক মঈন আলী। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়কত্ব করাটাকে গর্বের বিষয় বলছেন এই স্পিন অলরাউন্ডার।

পাকিস্তানি বংশদ্ভুত মঈন বলেন, “পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে খেলা ও অধিনায়কত্ব করা দারুণ গর্বের বিষয়। আমার পরিবার এখান থেকেই উঠে এসেছে।” 

দলের সঙ্গে থাকলেও পাকিস্তানের বিপক্ষে মাঠা নাম নিশ্চিত নয়  বাটলারের। তার কাধের ইনজুরি নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপ বিবেচনা করে পুরো সুস্থ না হলে এই সিরিজে বাটলারকে দেখা নাও যেতে পারে। 

বন্যার্তদের জন্য পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ফ্রি!

নিয়মিত অধিনায়ক ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন বলেন, “আমি নিশ্চিত না। সে ফিরতে মরিয়া হয়ে আছে। সফরের শেষদিকে এক-দুইটা ম্যাচ খেলতে পারে। বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।”

শুধু বাটলার নয়, ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে হার্ডহিটার ব্যাটার লিয়াম লিভিংস্টোন ও পেসার ক্রিস জর্ডানকে পাচ্ছে না ইংল্যান্ড। এমনকি পাকিস্তানেও যায়নি তারা। সরাসরি বিশ্বকাপে তাদের পাবে ইংলিশরা। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) করাচিতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের প্রথম চার ম্যাচ হবে করাচিতে এবং বাকি তিন ম্যাচ ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের নিয়ে ইতিহাস গড়তে চান কোচ ম্যাথিউ মট

ইংলিশদের নিয়ে ইতিহাস গড়তে চান কোচ ম্যাথিউ মট

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি