অভিজ্ঞ রোহানকে ছাড়াই বিশ্বকাপ খেলবে আরব আমিরাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
অভিজ্ঞ রোহানকে ছাড়াই বিশ্বকাপ খেলবে আরব আমিরাত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে সেই দলে জায়গা হয়নি আরব আমিরাতে হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ (৫৪) খেলা অভিজ্ঞ ক্রিকেটার রোহান মোস্তফার।

এশিয়া কাপের বাছাইপর্বে বাজে ফর্মে জেরে দল থেকে বাদ পড়লেন তিনি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার আয়ান খান।

১৬ বছর বয়সী আয়ান যুব বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমিরাতের জেতার ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের পাশাপাশি বল হাতে ১৩ রান দিয়ে এক উইকেট নিয়ে দুর্দান্ত অবদান রেখেছিলেন তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতকে নেত্বতৃ দিবেন সিপি রিজওয়ান। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভ্রিতিয়া অরবিন্দ’কে।

বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে আগে প্রাথমিক পর্ব পার করতে হবে আরব আমিরতাকে। যেখানে গ্রুপ ‘এ’ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি বছরের ১৬ অক্টোবর। 

গ্রুপের বাকি দুই ম্যাচে ১৮ অক্টোবর শ্রীলঙ্কা ও ২০ অক্টোবর নামিবিয়ার মুখোমুখি হবে মরুর দেশটি। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আরম আমিরাত। চলতি বছরের ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচ দু’টি।

সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ দল:

সিপি রিজওয়ান (অধিনায়ক), ভ্রিতিয়া অরভিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনাইদ সিদ্দিক, সাবির আলি, আলিশান শরাফু, ও আয়ান খান।

রিজার্ভ: সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারান, আদিত্য শেঠি, সঞ্চিত শর্মা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

আরভিনকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

আরভিনকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড