টি-টোয়েন্টিতে প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন তিনি। তবে আপাতত টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে ফেরা হচ্ছে না শামির।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি দলের সঙ্গে প্রথম ম্যাচের ভেন্যু মোহালিতেও যাননি শামি। আপাতত তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে অজিদের বিপক্ষে তার মাঠে নামা হচ্ছে না, এটা নিশ্চিত।
সর্বশেষ ২০২১ সালের আট নভেম্বরে নামিবিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন শামি।এরপর আর ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। প্রায় এক বছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রত্যাবর্তনের কথা থাকলেও করোনার কারণে সেটা আর হচ্ছে না।
মোহাম্মদ শামির জায়গায় ভারতীয় দলে ফিরেছেন আরেক ডানহাতি পেসার উমেশ যাদব। তিন বছরের বেশি সময় পর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে চলেছেন উমেশ।
Umesh Yadav couldn't finish his stint with Middlesex due to a quad injury, and was meant to undergo rehab in Bengaluru
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 18, 2022
He is now in line to play his first T20I since 2019, replacing Mohammed Shami in India's squad ⤵ #INDvAUS
ভারতের হয়ে না খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সহ ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলেছেন উমেশ। বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছিলেন তিনি।
২০১২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উমেশ ভারতের হয়ে খেলেছেন সাতটি। যেখানে তিনি উইকেট নিয়েছেন ৯টি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে মুখোমুখি হবে দুই দল। নাগপুরে ২৩ সেপ্টেম্বর ও হায়দ্রাবাদে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি