চার তারকা ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হাঁটুর ইনজুরির কারণে পেসার মিচেল স্টার্ক, গোড়ালির ইনজুরিতে মিচেল মার্শ ও সাইড স্ট্রেইনের কারণে মার্কাস স্টয়নিসকে ছাড়াই ভারতের সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এছাড়া এ সফর থেকে বিশ্রাম নিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।
ইনজুরি আক্রান্তদের পরিবর্তে ভারত সফরে দলে সুযোগ পেয়েছেন নাথান এলিস, ড্যানিয়েল শামস এবং সিন অ্যাবট। আর ওয়ার্নারের পরিবর্তে দলে সুযোগ হয়েছে ক্যামেরন গ্রিনের। অবশ্য ইনজুরি মারাত্মক না হলেও বিশ্বকাপের বিষয়টি বিবেচনা করে স্টার্ক, মার্শ ও স্টয়নিসকে বাইরে রাখা হয়েছে।
অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে ভারতের সফরের দলে ডাক পাওয়া চারজনের কেউই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক হিসেবে অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া সিঙ্গাপুরে জন্মগ্রহণ করা টিম ডেভিডকে ভারতের সফরের দলেও রাখা হয়েছে। এবারই অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ডেভিড।
২০ সেপ্টেম্বর থেকে মোহালিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। সিরিজের পরের দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ২৩ ও ২৫ সেপ্টেম্বর। শেষ দু’টি ম্যাচ হবে নাগপুর ও হায়দরাবাদে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), টিম ডেভিড, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, জস হ্যাজেলউড, জস ইংলিস, কেন রিচার্ডসন, ড্যানিয়েল শামস, এবং এডাম জাম্পা।
স্পোর্টসমেইল২৪/আরএস