সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের ১৫তম আসর। ফাইনালে পাকিস্তান ক্রিকেট দলকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। তবে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন পকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপে এবারেরর আসরে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আসরে ৬ ম্যাচের ৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। ৫৬.২ গড়ে রিজওয়ানের স্ট্রাইক রেট ১১১.৫৭।
গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮* এবং সুপার ফোরে ভারতের বিপক্ষে ৭১ রানের ইনিংসের পর ফাইনাল ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। প্রথম দুটি হাফ-সেঞ্চুরির চেয়ে তৃতীয়টি ছিল রিওয়াজনের জন্য দুঃখের। কারণ, নিজে ব্যাট হাতে ফিফটি করলেও দলকে জেতাতে পারেননি।
রিজওয়ানের পর এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারতের বিরাট কোহলি। রিজওয়ানের চেয়ে ১ ম্যাচ কম খেলে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৬ রান করেছেন তিনি। কোহলির ব্যাটিং গড় ৯২ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৭.৫৯।
২০১৯ সালের নভেম্বরের পর এবারের এশিয়া কাপের মঞ্চে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান কোহলি। সুপার ফোরে ভারতের শেষ ম্যাচে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি।
এছাড়া গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৫৯ এবং সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৬০ রান করেছিলেন কোহলি।
এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি ৭২ রান করেছেনন মোসাদ্দেক হোসেন সৈকত।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ ব্যাটার
নাম | দেশ | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট |
মোহাম্মদ রিজওয়ান | পাকিস্তান | ৬ | ৬ | ২৮১ | ৫৬.২০ | ১১৭.৫৭ |
বিরাট কোহলি | ভারত | ৫ | ৫ | ২৭৬ | ৯২.০০ | ১৪৭.৫৯ |
ইব্রাহিম জাদরান | আফগানিস্তান | ৫ | ৫ | ১৯৬ | ৬৫.৩৩ | ১০৪.২৫ |
ভানকুা রাজাপাকসে | শ্রীলঙ্কা | ৬ | ৬ | ১৯১ | ৪৭.৭৫ | ১৪৯.২১ |
পাথুম নিশাঙ্কা | শ্রীলঙ্কা | ৬ | ৬ | ১৭৩ | ৩৪.৬০ | ১১৫.৩৩ |
স্পোর্টসমেইল২৪/আরএস