এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তারই ধারাবাহিতকতায় এবার পুরস্কার হিসেবে এশিয়া কাপের ফাইনালেও থাকছেন তিনি। পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে মাঠের বিচারক হিসেবে মুকুলের সাথে থাকবেন ভারতের অনিল চৌধুরী।
এবারের এশিয়া কাপে সুপার ফোরে খেলতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। খেলা মাঠে বাংলাদেশ না থাকলেও মাঠের বিচারক হিসেবে মাসুদুর রহমান মুকুল বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ভারত-পাকিস্তানের উত্তেজনামূরক ম্যাচেও ঠাণ্ডা মাথায় দায়িত্ব পালন এবং সিদ্ধান্ত দেওয়ায় প্রশংসা কুঁড়াচ্ছেন মুকুল। এবার তার পুরস্কার হিসেবে ফাইনালে তাকে রাখা হয়েছে। যা দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বহুজাতিক আসরের কোনো ফাইনালে প্রথমবার কোনো বাংলাদেশের আম্পায়ার দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
মুকুল এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। আর বাংলাদেশি এ আম্পায়ার ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১৭ বার।
বাংলাদেশ সময় রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় শুরু হবে এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। ওই ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আসরে প্রথম ম্যাচ হেরে গেলেও বাকি সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে শ্রীলঙ্কা। অন্যদিকে, ভারতের কাছে হার দিয়ে আসর শুরু করা পাকিস্তান সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বীদের হারানোসহ আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
ফাইনালের আগে এশিয়া কাপের সুপার ফোরের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে পাকিস্তান। ফাইনালের আগে ‘রিহার্সেল’ ম্যাচটিতে ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
পাকিস্তান এবং শ্রীলঙ্কা ফাইনালে উঠায় এবার কোনো নতুন শিরোপাধারী দেশ পাওয়া যাচ্ছে না। কারণ, এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতা ভারত ছাড়া পাঁচবার শিরোাপা জয় করেছে শ্রীলঙ্কা। আর দুইবার শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান।
স্পোর্টসমেইল২৪/আরএস