আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদ্যসের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে রাখা হয়েছে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ। বিশ্বকাপের ডাচদের অধিনায়কত্ব করবেন স্টক এডওয়ার্ডস।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যান। এছাড়া দলে রয়েছে ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, লোগান ভ্যান বেক এবং পল ভ্যান মিকেরেন ও অ্যাকারম্যান।
বিশ্বকাপের মঞ্চে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য তারুন্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণকে গুরুত্ব দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হেড কোচ রায়ান কুকের মুখেও শোনা গেল সেই সুর।
কুক বলেন, “আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার উত্তেজনাপূর্ণ মিশ্রণের সাথে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছি।”
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেই ডুসেন, মালান
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য আগে প্রাথমিক পর্ব পার করতে হবে ডাচদের। যেখানে তাদের লড়তে হবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নামিবিয়ার মতো দলগুলোর বিপক্ষে।
চলতি বছরের ১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, শারিজ আহমেদ, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, কলিন অ্যাকারম্যান, টিম প্রিংলে এবং বিক্রম সিং।
স্পোর্টসমেইল২৪/এসকেডি