ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং ভারত। ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে প্রথমে ব্যাটিং করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়ে পিছিয়ে রয়েছে ভারত। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ফলে আজ জিতলে লঙ্কানদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে।

তবে ফাইনালের পথটা কঠিন হয়ে যাবে ভারতের জন্য। এমন সমীকরণের ম্যাচে দুই দলেই আগের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে ভারত। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত।

তবে রিজওয়ান ৫১ বলে ৭১ ও নাওয়াজ ২০ বলে ৪২ রানে ৫ উইকেটে জয় তুলে নেয় গ্রুপপর্বে হেরে যাওয়া পাকিস্তান।

শ্রীলঙ্কা দল
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো এবং দিলশান মধুশঙ্কা।

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদিপ সিং এবং যুজবেন্দ্রা চাহাল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

হাসপাতালে রিজওয়ান, চিন্তায় পাকিস্তান

হাসপাতালে রিজওয়ান, চিন্তায় পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড