টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চোট থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে আঙ্গুলের চোটে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ব্যাটার র্যাসি ভ্যান ডার ডুসেন।
ভারত সিরিজের পর থেকেই চোটে ভুগছিলেন বাভুমা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। চলমান টেস্ট সিরিজেও তাকে পাচ্ছে না আফ্রিকা।
তবে বিশ্বকাপ দলে অধিনায়ক হয়েই ফিরেছেন তিনি। এছাড়া লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি ব্যাটার রাইলি রুশোকে বিশ্বকাপ দলে রেখেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।
তবে আফ্রিকান সমর্থদের জন্য দুঃসংবাদ, চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ খেলতে পারছেন না ডুসেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে হাতের আঙ্গুলে চোট পেয়েছেন তিনি।
বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড
এরপরই তাকে বাড়ি পাঠিয়ে দেয় আফ্রিকান টিম ম্যানেজমেন্ট। এপর ডাক্তার দেখালে তাকে অন্তত ছয় সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়। ফলে ছয় সপ্তাহ পর ফিট হয়ে তার পক্ষে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব। এ কারণে দলের অন্যতম সেরা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে মিলার-বাভুমাদের।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার রেজা হেনরিকসও আছেন বিশ্বকাপ দলে। এছাড়া দলে রয়েছে উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্কারাম। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ট্রিস্টান স্টাবস।
PROTEAS WORLD CUP SQUAD ????????
— Cricket South Africa (@OfficialCSA) September 6, 2022
1⃣5⃣ players
???? World Cup debut for Tristan Stubbs
???? Rassie van der Dussen misses out due to injury#BePartOfIt #T20WorldCup pic.twitter.com/0Pzxm4uDQJ
তবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা হয়নি ব্যাটার জানেমন মালানের। দলে নেই পেসার মার্কো জনসেনের ও অলরাউন্ডার অ্যান্দিলি ফেলুকাওরও।
চলতি বছরের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ম্যাচের তাদের প্রতিপক্ষ কারা সেটা এখনো নির্ধারণ হয়নি। বিশ্বকাপের প্রাথমিক পর্ব শেষ হলে জানা যাবে প্রথম ম্যাচে কাদের মুখোমুখি হবে বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, হেইনরিস ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্কারাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নরখিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরিজ সামসি, ট্রিস্টান স্টাবস।
রিজার্ভ: বোর্ন ফোরটুইন, মার্কো জনসেন, আন্দিলি ফেলুকাউ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি