চলমান এশিয়া কাপের ‘এ’ গ্রুপে থাকায় আসরের শুরুতেই দেখা হয়েছিল ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তানের। গ্রুপের অন্য দল হংকংকে বিদায় করে সুপার নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। এবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিন্দ্বন্দি।
রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি পাকিস্তানের জন্য প্রতিশোধের। গ্রুপ পর্বে ভারতের কাছে তারা ৫ উইকেটে হেরে গিয়েছিল। যদিও বিশ্বকাপে ভারতে হারিয়ে দিয়েছিল পাকিস্তান।
গ্রুপ পর্বে টস হেরে প্রথমে বোলিং করতে নেমেছিল ভারত। ১২৮ রানের মধ্যে পাকিস্তানের ৯ উইকেটের পতন ঘটান ভারতের দুই পেসার ভুবেনশ্বর কুমার ও হার্ডিক পান্ডিয়া। তবে শেষ ব্যাটার শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে লড়াকু স্কোর পায় পাকিস্তান। সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান। ভুবেনশ্বর ৪ ও হার্ডিক ৩ উইকেট নেন।
১৪৮ রানের টার্গেটে শুরুটা খারাপই হয়েছিল ভারতের। শুরুর ধাক্কা সামলে উঠলেও রানের তোলার গতি ধীরলয়ে ছিল টিম ইন্ডিয়ার। শেষ দিকে, আস্কিং রেট ১১ স্পর্শ করে ভারতের। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন হার্ডিক। ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।
সুপার ফোরে ভারতে বিপক্ষে খেলতে পারবেন না পাকিস্তানের শাহনেওয়াজ
পাকিস্তানকে হারানোর পর হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে ওঠে ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান।
এদিকে, প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি পাকিস্তানের। হংকংয়ের বিপক্ষে জয় তেমনই প্রমাণ করে। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতেও মরিয়া তারা। তবে ইনজুরির কারণে ভারতে বিপক্ষে খেলতে পারবেন না দলের পেসার শাহনেওয়াজ।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন, “গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ১৪৭ রানের পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে, সেটি প্রশংসনীয়। এবার আর ভারতের বিপক্ষে ম্যাচে পুরোনো ভুল করতে চাই না। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।”
দেশে ফিরে কথা বলেনি বাংলাদেশ ক্রিকেট দলের কেউ
শতভাগ জয় নিয়ে সুপার ফোরে ওঠে চনমনে ভারতও। পাকিস্তানের বিপক্ষে আবারও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ভারতের ওপেনার লোকেশ রাহুল বলেছেন, “আমরা জয়ের মধ্যেই আছি। এ ধারাটা অব্যাহত রাখতে চাই। তাই আরও একবার পাকিস্তানকে হারাতে মরিয়া পুরো দল। তবে কাজটি খুবই কঠিন। প্রথম ম্যাচের মতো ব্যাট-বলে পারফরমেন্স করতে পারলে, এবারও জয় পেতে সমস্যা হবে না আমাদের।”
২০১২ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দু’দেশের ক্রিকেট বোর্ড। আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপেই মুখোমুখি হতে হয় দু’দলের। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। গত সপ্তাহের মতো আরও একবার ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখবে ক্রিকেট ভক্তরা।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুডা ও যুজবেন্দ্রা চাহাল।
স্পোর্টসমেইল২৪/আরএস