বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার ইবাদত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার ইবাদত

বাংলাদেশ ৭৭তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হলো পেসার ইবাদত হোসেনের। সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে বাংলাদেশে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্ট ক্যায়িরাতের যাত্রা শুরু করেন তিনি।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচেই পেসার ইবাদতকে অভিষেক করানো হয়েছে।

২০১৯ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা ইবাদত হোসেনের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় চলতি ২০২২ সালের আগস্টে। বাংলাদেশ দলের জিম্বাবয়ে সফরে ওয়ানডে দলের হয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন এই পেসার।

টেস্টে অনেক আগেই অভিষেক হওয়া ইবাদত হোসেনের দীর্ঘদিন পর দেশের হয়ে রঙিন পোশাকে মাঠে নামেন। ওয়ানডে ফরম্যাটে অভিষেক পর বেশিনি অপেক্ষা করতে হলো না তার। ২১দিন পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের নাম লিখালেন ইবাদত।

দেশের হয়ে এখন পর্যন্ত ১৭ টেস্টের ২৬ ইনিংসে বল হাতে ৩১টি উইকেট শিকার করেছেন ইবাদত। এছাড়া একমাত্র ওয়ানেড ম্যাচে ইবাদতের শিকার ছিল ২টি উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

৪৭ টেস্ট অপেক্ষার পর বাংলাদেশি পেসারের ফাইফার

৪৭ টেস্ট অপেক্ষার পর বাংলাদেশি পেসারের ফাইফার

চেষ্টা করবো -এটা শেষ, আমি করে দেখাব: ইবাদত হোসেন

চেষ্টা করবো -এটা শেষ, আমি করে দেখাব: ইবাদত হোসেন

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

দেশের বাইরে আমরা পেসাররা এখনও শিখছি: এবাদত

দেশের বাইরে আমরা পেসাররা এখনও শিখছি: এবাদত