জিতলেই সুপার ফোর, হারলেই বিদায়! চলমান এশিয়া কাপে একই সমীকরণ সামনে রেখে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরা এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে তিন পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে নানা গুঞ্জনকে সত্যি করে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে ওপেন করানো হচ্ছে।
সাব্বির-মিরাজ দুজনেই প্রথম ম্যাচের একাদশে ছিলেন না। তাদের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ।
এছাড়া আগের ম্যাচে খরুচে বোলিং করা মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে ইবাদত হোসেনকে। টাইগার এ পেসারের এটি টি-টোয়েন্টি অভিষেক ম্যাচ।
বাংলাদেশের একাদশে তিন আনলেও শ্রীলঙ্কা এনেছে মাত্র একটি। ব্যাটিং লাইন-আপে ঠিক রেখে পেসার মাথিসা পাথিরানার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোরকে নেওয়া হয়েছে। বাংলাদেশের ইবাদতের ন্যায় লঙ্কার এ পেসারেও এটি অভিষেক টি-টোয়েন্টি।
বাংলাদেশ একাদশ
সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।
স্পোর্টসমেইল২৪/আরএস