সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত এবং পাকিস্তান। উত্তেজনা ওই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। তবে ম্যাচটিতে স্লো ওভারে রেটের কারণে উভয় দলকে গুণতে হয়েছে জরিমানা।
ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানার কবলে পড়েছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ রেফারি জেফ ক্রো এ জরিমানা করেন।
বুধবার (৩১ আগস্ট) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারায় নিয়ম অনুযায়ী, প্রত্যক স্লো ওভার রেটের কারণে ২০ শতাংশ করে জরিমানা করা সকল ক্রিকেটাদের।
তবে রোববার এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বোলিং ওভার শেষ করতে পারেনি কোনো দলই। নির্দিষ্ট সময়ে দুই ওভার করে কম বোলিং করেছে দু’দল। ফলে উভয় দলকেই জরিমানা করেছে আইসিসি।
ভারত-পাকিস্তানের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৭ রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবোবে ব্র্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে নেয় রোহিত শর্মারা।
স্পোর্টসমেইল২৪/আরএস