সংযুক্ত আরব আমিরাাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর খেলার যোগ্যতা অর্জন করেছে রশিদ-নবিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল তারা।
বাংলাদেশকে হারিয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ধারা অব্যাহত রাখলো আফগানিস্তান। সংযুক্ত আরব আ মিরাাতের এ স্টেডিয়ামে ১১ বার জয়ের রেকর্ড গড়লো আফগানিস্তান ক্রিকেট দল। যেখানে বাংলাদেশ জয়ের খাতাই এখনো খুলতে পারলো না।
চলমান এশিয়া কাপে বাংলাদেশের এটাই ছিল প্রথম ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচ দিয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের খরা কাটানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে সেটি আর হলো না, উল্টো হারের সংখ্যা বেড়েছে।
বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ও পুরনো মাঠ শারজাহ। স্টেডিয়ামটিতে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। পাঁচটি ওয়ানডের সাথে মাত্র ২টি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে মোট ৩টি টি-টোয়েন্টি খেললো টাইগাররা। যেখানে সবগুলো ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
শারজাহ ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। সবচেয়ে বেশি জয়ও তাদের। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচের আগে ১০টিতে জিতেছে এবং মাত্র ৩টিতে হেরেছে আফগানরা। যেখানে আফগানিস্তানের ধারে কাছে নেই বিশ্বের কোন দল। এবার বাংলাদেশকে হারিয়ে সেই পাল্লা আরও ভারি করলো রশিদ-নবিরা। বিপরীতে শূন্যতেই পরে রইলো বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস