ভারত-পাকিস্তান লড়াইয়ে জয়ই যখন মুখ্য দু’দলের জন্য। সেখানে ক্রিকেটীয় লড়াইয়ের বাইরে গিয়ে ভদ্রতা প্রকাশের সম্ভাবনা সব সময়ই থাকে শূণ্যের কোটায়। তবে এশিয়া কাপে পাক-ভারত লড়াইয়ে বিস্মৃত সেই ক্রিকেটীয় ভদ্রতা ফিরিয়ে এনেছেন ফখর জামান।
রোববার (২৮ আগস্ট) পাকিস্তানের ইনিংসের ৬ষ্ঠ ওভারের ৫ম বলে আবেশ খানের করা বল অফ সাইডে খেলার চেষ্টা করেছিলেন ফখর জামান। বল হালকা ছুয়ে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের গ্লাভসে জমা হয়। সাথে সাথে ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করেন ফখর জামান।
ঘটনার আকস্মিকতায় বেশ হতবাক হয়ে পড়ে সবাই। উইকেটরক্ষক কিংবা বোলার কেউই আম্পায়ারের কাছে আবেদন করেননি। ফখর জামান বুঝতে পেরেছিলেন বল ব্যাটে আলতো করে ছুয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা হয়েছে। তাতেই ক্রিজ ছেড়ে ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করেন ফখর।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন অধিনায়ক বাবর আজম। তার বিদায়ের পরেই মাঠে নামেন ফখর জামান।
প্লাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন ফখর জামান। আবেশ খানের শর্ট বলে উইকেট দিয়ে ফেরেন তিনি। ভারতীয় বোলারদের শর্ট বলই কাল হয়েছে পাকিস্তানের জন্য। ১৪৭ রানে অল আউট হওয়া পাকিস্তানের পাঁচ ব্যাটারই প্যাভিলিয়নে ফিরেছেন শর্ট বলের শিকার হয়ে।
পাকিস্তানকে স্বল্প রানে বেঁধে রাখার পিছনে বড় ভূমিকা রেখেছেন ভারতের পেসাররা। এই ম্যাচে পাকিস্তানের সবগুলো উইকেটই নিজেদের ব্যাগে ভরেছেন ভারতীয় পেসাররা। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় পেসাররা প্রতিপক্ষের সবগুলো উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর