ক্রিকেটের তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলেছেন কতজন ক্রিকেটার? এই প্রশ্নের উত্তর খুঁজতে বসলে একমাত্র রস টেইলরের নামই পাওয়া যাবে। এবার তালিকায় দ্বিতীয় নাম উঠতে যাচ্ছে। তিনি আর কেউ নন, ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই টি-টোয়েন্টি সংস্করণে ১০০তম ম্যাচে খেলা হবে তার।
ক্রিকেট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই ১০০ টি করে ম্যাচ খেলেছিলেন রস টেইলর। ২০২০ সালে এই কীর্তি গড়েন রস টেইলর।
টেইলরের তৈরি করা এই ক্লাবে দ্বিতীয় সদস্য হচ্ছেন বিরাট কোহলি। রোববার (২৮ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই এই কীর্তি গড়বেন তিনি।
এশিয়া কাপের আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়তে পারতেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বেড়েছে তার অপেক্ষা।
এশিয়া কাপে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নামার আগে বেশ চাপে আছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে থাকা তার সেঞ্চুরি খরা পরিণত হয়েছে রানখরায়। তীব্র রানখরায় থাকলেও সতীর্থ কিংবা প্রতিপক্ষ সবারই সমর্থন পাচ্ছেন কোহলি। সবার আশা এশিয়া কাপ থেকেই রানে ফিরবেন এই ক্রিকেটার।
ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে শতম্যাচ খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে শততম ম্যাচ খেলেছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলেই।
ভারতের জার্সিতে এখন পর্যন্ত ১০২ টেস্ট, ২৬২ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এই সময়ে তার ব্যাটে এসেছে মোট ২৩ হাজার ৭২৬ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর