এশিয়া কাপে পাকিস্তান কোচের ‘ভরসা’ নতুন তিন পেসারই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৬ আগস্ট ২০২২
এশিয়া কাপে পাকিস্তান কোচের ‘ভরসা’ নতুন তিন পেসারই

ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শাহীন শাহ আফ্রিদি। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকেও রয়েছে শঙ্কা। এমন অবস্থায় স্কোয়াডে থাকা বাকি তিন পেসারই ভরসা পাকিস্তান কোচের। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টেই মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও হারিস রউফেই ভরসা রাখতে চান।

শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ইনজুরিতে শাহীন শাহ আফ্রিদি এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। এমনকি এশিয়া কাপের পর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা।

এমন অবস্থায় এশিয়া কাপ শুরুর দুই দিন আগে অনুশীলনে পিঠের ইনজুরিতে পড়েন মোহাম্মদ ওয়াসিম। স্ক্যান রিপোর্টের ফলাফল কি এসেছে তা জানা না গেলেও ভারতের বিপক্ষে খেলবেন না।

ফলে হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ’র উপরই ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে। শুধু ভরসা নয়, তারা ভালো করবেন এমন আত্মবিশ্বাস রেখেছেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মোশতাক। 

তিনি বলেন, “আমাদের নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন এবং হারিস রউফ আছে। যারা যেকোনো ব্যাটিং অর্ডার ধ্বংস করতে সক্ষম।”

এশিয়া কাপ ও ইংল্যান্ড সিরিজে শাহীন শাহ আফ্রিদির না থাকা পাকিস্তানের তরুণ পেসারদের জন্য বড় সুযোগ বটে। দারুণ পারফর্মেন্সে খুলে যেতে পারে তাদের বিশ্বকাপ ভাগ্য।

রোববার (২৮ আগস্ট) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান শুরু করবে পাকিস্তান দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

বোলিং অ্যাকশন শুধরে এশিয়া কাপে শাহীন আফিদির বদলি হাসনাইন

বোলিং অ্যাকশন শুধরে এশিয়া কাপে শাহীন আফিদির বদলি হাসনাইন

ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে আরেক দুঃসংবাদ

ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে আরেক দুঃসংবাদ

যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

আফ্রিদির ইনজুরিতে অন্যদের সুযোগ দেখছেন বাবর আজম

আফ্রিদির ইনজুরিতে অন্যদের সুযোগ দেখছেন বাবর আজম