বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন ছিল টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব নিতে ঢাকায় আসবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিশ্চিত করেছেন কোচ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি।
শুক্রবার (১৯ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান তার বাসভবনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোচ হিসেবে নয় বরং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম। দায়িত্ব নিতে রোববার (২১ আগস্ট) ঢাকায় আসবেন তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, “শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুর বেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে একজন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।”
বাংলাদেশ দলের সাথে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেওয়া এই কোচ আগে কাজ করেছিলেন অস্ট্রেলিয়া দলের সাথে। দলটির স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলিয়েছেন। এছাড়াও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের দায়িত্বও পালন করেছিলেন তিনি।
বিশ্বের বিভিন্ন জায়গায় বড় দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকায় তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেছেন নাজমুল হাসান পাপন। বলেন, “আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর খেলা যেহেতু অস্ট্রেলিয়ায়, অনেক দিন সেখানে কাজ করেছে। এই দুটি কারণে আমরা তাকে বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।”
আন্তর্জাতিক ক্রিকেটে সফল না হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ রেকর্ড তার। ভারতীয় দলের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮ ওয়ানডে খেলছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ১৪৩ প্রথম শ্রেণির ম্যাচ, ১৪৭ লিস্ট ‘এ’ ও ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ব্যাট হাতে ১৩ হাজার ৯৪১ রানের পাশাপাশি বোলিংয়ে তার শিকার ছিল ২০৪ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর