এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৮ আগস্ট ২০২২
এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকার অভিজ্ঞতা নিয়ে এশিয়া কাপ খেলতে নামবে বাংলাদেশ। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় আসরটি হবে ওই ফরম্যাটেই। তাই এশিয়া কাপে বাংলাদেশের জন্য ফরম্যাটকেও বড় চ্যালেঞ্জ মানছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে সাকিব-মুশফিকদের অনুশীলনে দেখতে আসেন বিসিবি সভাপতি। অনুশীলন দেখা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই তিনি। সেখানেই জানান, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চালেঞ্জ, এই টি-টোয়েন্টি ফরম্যাট।

নাজমুল হাসান পাপন বলেন, “এশিয়া কাপে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা টি-টোয়েন্টিতে আমরা এতো ভালো দল না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যকিছু না। কে প্রতিপক্ষ এটা বড় কথা না। আমাদের দলটা আসলে অতো শক্তিশালি না।”

এই ফরম্যাটে ভালো করতে ক্রিকেটারদের মানসিকতাই মূল সমস্যা বলে মনে করেন পাপন। অবশ্য এশিয়া কাপ থেকেই এই মানসিকতায় পরিবর্তন আনতে চান জানিয়ে বলেন, “সমস্যা হচ্ছে আমাদের মাইন্ড সেটটা একটু ঠিক করতে হবে।”

“টোটাল চেঞ্জ ইন মাইন্ড সেট। এটাই আমরা চেঞ্জ করছি। টি-টোয়েন্টির অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট করতে হবে যদি আমরা জিততে চাই ও ভালো করতে চাই।”

এশিয়া কাপ থেকেই ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন না আসলে বিশ্বকাপে পরিণতি যে ভয়াবহ হবে তাও জানিয়ে দিয়েছেন পাপন। বলেন, “আমাদের মাথার মধ্যে যদি ওই চিন্তাধারাটা থাকে আমরা ইম্প্রুভ করতে চাই, এই চিন্তাটা যদি এশিয়া কাপ থেকেই শুরু করতে না পারি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।”

ঠিক সে কারণেই পরিবর্তন না হচ্ছে জানিয়ে বলেন, “আমরা একটা আমরা মাইন্ড সেট থেকে শুরু করে সবকিছুতেই একটা আমূল পরিবর্তন পরিবর্তনের চেষ্টা করতেছিলাম।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের কপাল ভালো যে, বিজয় ফিরেছে: নাজমুল হাসান

আমাদের কপাল ভালো যে, বিজয় ফিরেছে: নাজমুল হাসান

এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব, খুশি বিসিবি সভাপতি

এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব, খুশি বিসিবি সভাপতি

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ