এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব, খুশি বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০২২
এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব, খুশি বিসিবি সভাপতি

এশিয়া কাপের আগে আবারও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব উঠেছে সাকিবের কাঁধে। নানা বিতর্ক পেরিয়ে অধিনায়কত্ব পাওয়ার পরের দিন থেকেই অনুশীলনে মনোযোগী হয়েছেন সাকিব আল হাসান। অনুশীলনে নেমেও বেশ আত্মবিশ্বাসী সাকিব, যা দেখে যারপরনাই খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দলগত অনুশীলন শুরু না হলেও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলছে ক্রিকেটারদের। প্রতিদিনই ঐচ্ছিক অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) অনুশীলন দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানেই অধিনায়ক সাকিব আল হাসানের সাথে কথা বলেন তিনি। 

ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানেই পাপন জানান, বেশ আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। তার আত্মবিশ্বাস বেশ মনে ধরেছে পাপনের। জানিয়েছেন, তিনি সাকিবের এই আত্মবিশ্বাসে বেশ খুশি।

তিনি বলেন, “আজকে ব্যাসিক্যালি জানতে চাচ্ছিলাম, ওর কি মনে হচ্ছে? কি হতে পারে? একটা জিনিস দেখলাম, সাকিব ইজ কনফিডেন্স, ওর ওই কনফিডেন্স সব সময়ই থাকে। ওর ওই কনফিডেন্স থাকাটা জরুরি এখন।”

টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই অফ ফর্মে থাকা বাংলাদেশ দল এশিয়া কাপে ঘুরে দাঁড়াতে পারবে কি-না তা নিয়ে রয়েছে নানা দোলাচল। তবে এশিয়া কাপে জয় পরাজয় নিয়ে বিসিবি সভাপতির মধ্যে নেই কোনো ভাবনা। বরং, চান জিততে চাওয়ার আত্মবিশ্বাস দেখতে চান ক্রিকেটারদের মধ্যে।

তিনি বলেন, “খেলার জন্য খেলতে গেলাম, গিয়ে হারা জিতা নিয়ে আমার কথা নাই। কিন্তু একটা খেলার মধ্যে জিততে পারবো, এই আত্মবিশ্বাসটা জরুরি। এটা দেখতে পেরেছি, আমি হ্যাপি।”

তিনি আরও বলেন, “আমার কাছে হারা জিতাটা বড় কথা না। এবার ভালো খেলার চেষ্টা করবে, তাতে সন্দেহ নাই।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতে সেরা দশে মোস্তাফিজ, এগিয়েছেন তাইজুল

ওয়ানডেতে সেরা দশে মোস্তাফিজ, এগিয়েছেন তাইজুল

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

চার বছরে দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের চার বছরের সূচি চূড়ান্ত, খেলবে ১৫০ ম্যাচ

বাংলাদেশ ক্রিকেটের চার বছরের সূচি চূড়ান্ত, খেলবে ১৫০ ম্যাচ