আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৮ আগস্ট ২০২২
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের। কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসে আফগানিস্থান টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোয় শেষ ম্যাচটা পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। সেই ফাইনালে বৃষ্টি আইনে সাত উইকেটের ব্যবধানে জিতে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়লো আইরিশরা।  

সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার (১৭ আগস্ট) বেলফাস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফকারী আফগানিস্থান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ১৪ রানে বিদায় নেন ওপেনার হযতউল্লাহ জাজাই। চার রানের ব্যবধানে রহমতউল্লাহ গুরবাজও বিদায় নেওয়ার পর দলীয় ২৬ রানে ইব্রাহিরম জাদরান বিদায় নিলে চাপে পড়ে আফগানরা। 

উইকেট পড়ার সঙ্গে রানের গতিও ক্রমশও কমতে থাকে। এক প্রান্ত আগলে রাখলেও রানেরর গতি বাড়াতে পারছিলেন না উসমান গনি। ১০.৫ ওভারে চতুর্থ উইকেট হারায় আফগানরা, দলীয় ৬৬ রানে ফিরে যান নাজিবুল্লাহ জাদরান।

বাংলাদেশ ক্রিকেটের চার বছরের সূচি চূড়ান্ত, খেলবে ১৫০ ম্যাচ

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় কাটানো আফগান অধিনায়ক মোহাম্মদ নাবী এদিনও ব্যর্থ। মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে শূন্য হাতে ফেরেন তিনি।

১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আফগানদের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৯৫ রান। এরপরি আকাশ ভেঙে বৃষ্টির আগমণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা থেমে থেমে বৃষ্টি হতেই থাকে। প্রায় পৌনে দুই ঘণ্টা আম্পায়রা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, যেখানে আফগানিস্থানের ইনিংস যে পর্যন্ত হয়েছে সেখানেই শেষ। আর আয়ারল্যান্ডকে জিততে হলে সাত ওভারে করতে হবে ৫৬ রান। 

sportsmail24

সিরিজ জয়ের লক্ষ্যে ৫৬রান টপকাতে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি চার হাঁকিয়ে হুঙ্কার ছোড়েন। 

দ্বিতীয় ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। দুই ওভারে ১৪ রান তোলার পর তৃতীয় ওভারে ফিরে যান ব্যালবার্নি। আফগানদের প্রথম ব্রেকথ্রু এনে দেন স্পিনার মুজিবুর রহমান। 

প্রথম তিন ২০ তোলার পর শেষ চার ওভারে ৯ করে নিতে হতো আয়ারল্যান্ডকে। চতুর্থ ওভারে আফগান লেগ স্পিনার রশিদ খানের ওভার থেকে আসে ১১ রান। পঞ্চম ওভারে আবারও উইকেট শিকার করেন মুজিব, আগফান স্পিনারের এবারের শিকার আরেক আইরিশ ওপেনার পল স্টার্লিং। আউট হওয়ার আগে ১০ বলে ১৬ রানের ইনিংস খেলেন স্টার্লিং।

sportsmail24

স্টার্লিং আউট হলেও মুজিবের ওই ওভার থাকে আসে ১২ রান। শেষ দুই ওভারে আইরিশদের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। কিন্তু ষষ্ট ওভারে আবারও উইকেট হারায় আয়ারল্যান্ড। হ্যারি টকারকে ফিরিয়ে দেন আফগান স্পিনার রশিদ খান। ওই ওভারে আসে ছয় রান।

শেষ ওভারে সিরিজ জয় নিশ্চিত করতে আফগানদের প্রয়োজন ছিল সাত রান। প্রথম দুই বলে সিঙ্গেল হওয়ার পর চতুর্থ বলে চার ও পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করে পুরো সিরিজ জুড়ে দুর্দান পারফর্ম করা জর্জ ডকরেল। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও জিতেছেনে এই আইরিশ ক্রিকেটার। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

আইপিএলের উইন্ডোতে হবে পিএসএল!

আইপিএলের উইন্ডোতে হবে পিএসএল!

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

এশিয়া কাপে আফগান স্কোয়াডে ফিরলেন সামিউল্লাহ, নেতৃত্বে নবী

এশিয়া কাপে আফগান স্কোয়াডে ফিরলেন সামিউল্লাহ, নেতৃত্বে নবী