পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়েছিল আফগানিস্তান। তবে এরপর অবিশ্বাস্য ভাবে টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো তারা। সিরিজের চতুর্থ ম্যাচে আইরিশদের বৃষ্টি আইনে ২৭ রানে হারিয়েছে আফগানরা। এতে করে দুই দলের জন্যই এখন সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ অঘোষিত ফাইনাল!
সোমবার (১৫ আগস্ট) সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আইরিশদের মুখোমুখি হয়েছিল আফগানিস্থান। কিন্তু ম্যাচ শুরুর আগেই হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টি বাধায় ২০ ওভারের ম্যাচ নেমে এসে ১১ ওভারে।
কার্টেল ওভারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে টর্নেডো শুরু করেন আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। আফগান এই ওপেনারের ঝড়ে প্রথম দুই ওভারেই ২৮ রান তোলে সফরকারীরা।
২.৪ ওভারে দলীয় ৩৭ রানে গুরবাজকে ব্যক্তিগত ১৩ বলে ২৪ রানে ফিরিয়ে দেন আইরিশ বোলার ব্যারি ম্যাককার্থি। তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরানও ফিরে যান দ্রুত। কিছুক্ষণ পর ফিরে যান জাজাইও!
ওপেনিং ভাবনায় সাকিব-মুশফিক!
চার নম্বরে নেমে আইরিশ বোলারদের ব্যাট হাতে রীতিমতো অত্যাচার শুরু করেন আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। মাত্র ২৪ বলে চারটি চার ও তিন ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন তিনি।
শেষদিকে মাত্র ১০ বলে ৩ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন আফগান অলরাউন্ডার রশিদ খান। নির্ধারিত ১১ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৩২ রানের বড় সংগ্রহ পায় আফগানরা।
আফগানদের মতো আইরিশরাও ইনিংসের শুরুতে ঝড় তোলে। প্রথম ওভারে ১৫ নেওয়ার পর দ্বিতীয় ওভারে আইরিশদের স্কোরবোর্ডে যোগ হয় আরও ১৪ রান। দুই ওভারে ২৯ নিয়ে ১৩২ রানের টার্গেটকেও৯ তখন মামুলি মনে হচ্ছিল!
এর মধ্যে অবশ্য দ্বিতীয় ওভারে মাত্র পাঁচ বলে ১৫ রানের ইনিংসে খেলে আউট হন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। ১১ রানের ব্যবধানে দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ৯ বলে ২০ রানে আউট হন পল স্টার্লিং। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে স্বাগতিকরা।
MATCH REPORT: Afghanistan wins rain-shortened match to square series making Wednesday a decider.
— Cricket Ireland (@cricketireland) August 15, 2022
➡️ https://t.co/iEnv8JP9iQ#BackingGreen #Exchange22 #ABDIndiaSterlingReserve ☘️???? pic.twitter.com/ZcCCEAU985
ব্যাট হাতে যেন স্বপ্নের সময় কাটাচ্ছেন আইরিশ স্পিন অলরাউন্ডার জর্জ ডকরেল/ ওপেনাররা বিদায় নেওয়ার পর আর কেউই ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারেননি। সে সময় মাত্র ২৭ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪১ রানের ইনিংসে লড়াই করেছেন ডকরেল!
তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলের হার ঠেকাতে পারেননি। নির্ধারিত ১১তম ওভারের শেষ বলে পেসার জশুয়া লিটিল রানআউট হলে ১০৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। আর এতে নিশ্চিত হয় আফগানিস্থানের ২৭ রানের জয়। ব্যাট হাতে ঝড়ের বল বল হাতেও এদিন দুর্দান্ত ছিলেন আফগান স্পিনার রশিদ খান। তিন ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন দুই উইকেট।
সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে বুধবার (১৭ আগস্ট) একই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই দল সমান দুইটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচেই নির্ধারণ হবে, কারা জিতবে এই সিরিজের ট্রফি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি