‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২
‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’

টি-টোয়েন্টি ক্রিকেট চার-ছক্কার খেলা। বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচে চার-ছক্কার ফুল ঝুড়ি একটু কমই দেখা যায়। এ সমস্যায় টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারদের কণ্ঠে প্রায় সময়ই শোনা যায় পাওয়ার হিটার না থাকার আক্ষেপ। বিষয়টা শুধুমাত্রই অজুহাত বলে মনে করেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহেদি হাসান জানিয়েছিলেন, চাইলেই তারা কাইরন পোলার্ড কিংবা আন্দ্রে রাসেলদের মতো বড় শট খেলতে পারবেন না। বরং, সিঙ্গেলস ডাবলস নিয়ে মেটাতে চেয়েছিলেন দলের দাবি।

তবে মাহেদির এই কথা মনে ধরেনি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। তিনি মনে সব মাঠেই ছক্কা মারার সামর্থ্য আছে ক্রিকেটারদের। দলে পাওয়ার হিটারের সঙ্কট আছে তা মানতে চান না তিনি।

বলেন, “এই ছেলেরা (ক্রিকেটাররা) যে কেউই ছয় মারতে পারে না আমি বিশ্বাসই করি না। পৃথিবীর যে কোনো মাঠে এদের ছয় মারার সামর্থ্য আছে। আমি মনে করি এটা জাস্ট অজুহাত, আমরা বলি আমাদের পাওয়ার হিটার নেই।”

ছক্কা মারার জন্য পাওয়ার হিটার নয় বরং ব্যাটে-বলে টাইমিংটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন। বলেন, “পাওয়ার হিটার লাগে না, যদি ব্যাটে বলে টাইমিং হয়…পাওয়ার কিছু সময় প্রয়োজন আছে। আপনার যদি স্কিল, টেকনিক ভালো থাকে ছয় মারতে পারবেন না বিশ্বাস করি না।”

ছক্কা হাঁকানোর বিষয়টা ক্রিকেটারদের মানসিকতার সমস্যা বলেও মনে করেন খালেদ মাহমুদ সুজন। বলেন, “ঘাটতি আমাদের মানসিকতায়, আমরা সাহস নিয়ে ঐ খেলছি না।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে পরিস্থিতি বিবেচনায় ব্যাটারদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সুজন

মাঠে পরিস্থিতি বিবেচনায় ব্যাটারদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সুজন

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

সাকিবের পারিবারিক খরচ মেটাতে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন

সাকিবের পারিবারিক খরচ মেটাতে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন