টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য আদর্শ ফরম্যাট! অথচ সেই ফরম্যাটেই জ্বয়ের স্বাদই যেন ভুলতে বসেছিল তারা। অবশেষে টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ক্যারিবিয়ানরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে তারা। আর এই স্বান্ত্বনার জয়ে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল নিউজিল্যান্ড।
রোববার (১৪ আগস্ট) সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সবাইকে অনেকটা অবাক করে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক নিকোলাস পুরানকে। এছাড়া অধিনায়ক সহ মোট চারটি পরিবর্তন আনা হয় ক্যারিবিয়ানদের একাদশে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন টস করতে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল। টস হারলেও দলকে ঠিকই জিতিয়েছেন।
বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে
আগের ম্যাচেই অতিরিক্ত স্পিনার না খেলানোয় সমালোচনা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের। তৃতীয় ম্যাচে একাদশে দেখা গেলো স্পিনার আকিল হোসাইনকে এবং প্রভাব ফেলতেও দেরী করেননি। ম্যাচের তৃতীয় ওভারেই তুলেন নেন কিউই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট।
আগেই সিরিজ জিতে যাওয়া নিউজল্যান্ডের কোনো ব্যাটারই এদিন বড় ইনিংস খেলতে পারেননি, উল্টো বেশ নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে।
মিডল অর্ডারে শুধু গ্লেন ফিলিপস ক্যারিবিয়ানদের বোলারদের উপর ঝড় তুলতে পেরেছেন। মাত্র ২৬ বলে চারটি চার ও দুই ছক্কায় তার ৪১ রানের সৌজন্যে ১৪৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে যেন হারানো ফর্ম খুঁজে পান দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার, ব্রেন্ডন কিং ও সামারাহ ব্রুকস। দু’জনে মিলে পাওয়ার প্লে’র ছয় ওভারেই তোলেন ৪৭ রান।
এরপর সময় যত গড়িয়েছে ততই নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন দু’জনে মিলে। ১৩.১ ওভারে দলীয় ১০২ রানের কিং আউট হলে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের শতরানের ওপেনিং জুটি। আউট হওয়ার আগে চারটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন কিং।
তিনে নেমে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ডেভন থমাস, ফিরে যান মাত্র পাঁচ রানে! চার নম্বরে ব্যাটিং করতে এসে বেশি সময় নেননি অধিনায়ক পাওয়েল। মাত্র ১৫ বলে দুই চার ও দুই ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। অন্যপ্রান্তে দুই ছক্কা ও তিন চারে ৫৯ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন ব্রুকস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি