টানা জয়ে আয়ারল্যান্ড, সিরিজ হারের শঙ্কায় আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ১২ আগস্ট ২০২২
টানা জয়ে আয়ারল্যান্ড, সিরিজ হারের শঙ্কায় আফগানিস্তান

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা। এতে করে সিরিজ জয়ের আশা উঁকি দিচ্ছে আইরিশদের মনে, অন্যদিকে সিরিজ হারের শঙ্কায় রয়েছে আফগানরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরতেই বিপদে পড়ে দলটি।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত এক রানেই বিদায় নেন ওপেনার রহমউল্লাহ গুরবাজ। পাওয়ার প্লে’তে এরপর আরও দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে আফগানরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানরা কখনোই সুবিধাজনক অবস্থানে ছিল না। একপ্রান্ত আগলে রেখে উইকেটে টিকে থাকলেও রানের গতি খুব একটা বাড়াতে পারেননি তিনে নামা হাসমতউল্লাহ শাহিদী।

ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল 

৪২ বলে ৩৬ রানের শ্লথ ইনিংস খেলে দলীয় ৯৯ রানে আউট হন তিনি। এর আগে অধিনায়ক মোহাম্মদ নাবী ও নাজিবুল্লাহ জাদরানও ফিরে যান। ফলে আফগানের ইনিংসও আর বেশীদূর আগায়নি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২২ রান তুলতে সক্ষম হয় আফগানরা।

sportsmail24

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরাও শুরুতে উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান আইরিশ ওপেনার পল স্টার্লিং। এরপর আফগান বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছিলেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। 

তবে অতি সতর্কতার সঙ্গে আগফান বোলারদের সামলে শুরুতে আর কোনো বিপদ হতে দেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি ও লরকান টকার।

দু’জনে মিলে গড়েন ৬৫ রানের ম্যাচজয় জুটি। এরপর ১৪ রানের ব্যবধানে তিন উইকেট হারা আয়রাল্যন্ড। দলীয় ৭২ রানে ব্যক্তিগত ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন ব্যালবার্নি। তিনে নামা হ্যারি টেক্টর ফিরে যান ১০ রানের ব্যবধানে। এরপর মাত্র চার রানের ব্যবধানে ব্যক্তিগত ২৮ বলে ২৭ রানে ফেরেন টকার।

sportsmail24

যদিও এতে খুব একটা বিপদে পড়তে হয়নি আইরিশদের। ১৯ বএল ২৫ রানের ছোট ক্যামিওতে ইনিংস খেলে দলের জয়ের তরি নিরাপদেই বন্দরে ভেড়ান জর্জ ডকরেল। 

সিরিজের তৃতীয় ম্যাচ শুক্রবার (১২ আগস্ট) একই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আফগানদের সামনে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের আগে শাহীন আফ্রিদিকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

এশিয়া কাপের আগে শাহীন আফ্রিদিকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন পাওয়েল, শেফার্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন পাওয়েল, শেফার্ড

ভারত সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে নেই মুজারাবানি-আরভিন

ভারত সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে নেই মুজারাবানি-আরভিন

ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই

ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই