নারীদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ ব্যাটার হলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার বেথ মুনি। মাত্র দুই সপ্তাহ আগেই জাতীয় দলের সতীর্থ ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি।
কমনওয়েলথ গেমস জুড়ে দারুণ ব্যাটিং করেছেন মুনি। যার ফলস্বরুপ মাত্র দুই সপ্তারের ব্যবধানে হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।
কমনওয়েলথ গেমসের ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়ার নারীরা। ফাইনালের মঞ্চে ৪১ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মুনি।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৭০ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬, সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ১৭৯ রান করেছেন মুনি। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ল্যানিংয়ে চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে আছেন তিনি।
বাংলাদেশ দলকে আইসিসির জরিমানা
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ব্যাটিংয়ে শীর্ষে উঠলেন মুনি। এর আগে ২০২০ সালের ১ মার্চ থেকে ২০২১ সালের ২১ মার্চ এবং ২০২১ সালের ৯ অক্টোবর থেকে চলতি বছরের ২৬ জুলাই নারীদের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন মুনি।
শিরোপা না জিতলেও নারীদের টি-টোয়েন্টিতে বোলার র্যাঙ্কিংয়ে প্রথম তিন জনই ইংলিশদের। ১১ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠেছেন ইংলিশ বোলার ক্যাথরিন ব্রান্ট।
এতে করে একধাপ নীচে নেমে তিনে রয়েছেন ব্রান্টেরই ইংলিশ দলের সতীর্থ সারাহ গ্লেন। শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি।, যথারীতি তার স্থান ধরে রেখেছেন আরেক ইংলিশ বোলার সোফি একলেস্টোন।
এছাড়া সদ্য শেষ কমনওয়েলথ গেমসের সর্বোচ্চ উইকেটশিকারী (১১) ভারতীয় বোলার প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে উঠে এসেছেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি