মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের অর্জনের পালকে যুক্ত হলো আরও একটি সাফল্য। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকের লড়াইয়ে ভারতকে ৯ রানে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় অস্ট্রেলিয়া।
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমস দিয়ে দীর্ঘ ২৪ বছর পর টুর্নামেন্টটিতে ফিরেছিল ক্রিকেট ইভেন্ট। ১৯৯৮ সালে কুয়ালামপুর গেমসে অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের ক্রিকেট ইভেন্ট। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
দুই যুগ বিরতি দিয়ে এই টুর্নামেন্টে যখন ক্রিকেট ফিরেছে, তখন খেলার সুযোগ পেয়েছে নারী ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সংস্করণের এই ইভেন্টে অংশ নেয় ৮ দল। এই ৮ দলের মধ্যে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
রোববার (৭ আগস্ট) এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনির ব্যাট থেকে আসে ৪১ বলে ৬১ রান। দ্বিতীয় উইকেটে মেগ ল্যানিংয়ের সঙ্গে গড়েন ৪৭ বলে ৭৪ রানের জুটি।
ভারতের হয়ে রেনুকা সিং ২৫ রানে দুই উইকেট নেন। এছাড়াও স্নেহ রানা ৩৮ রানে দুই উইকেট শিকার করেন।
১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানাকে দ্রুত হারিয়ে বেশ বিপদে পড়ে ভারত। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ৭১ বলে ৯৬ রানের জুটিতে সেই বিপদ ভালোভাবেই সামাল দেয় ভারত।
শেষ ৬ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৮ উইকেটে ৫০ রান। ওই সময়ই জেমিমা ও হারমানপ্রীতকে হারায় ভারত। দ্রুত রান তোলার তাড়ায় ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় তারা। শেষ ৩৪ রান তুলতে ৮ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে ভারতের ইনিংস। এতেই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার স্বর্ণপদক জয়।
এর আগে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেট হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ব্রোঞ্জ পদক নিশ্চিত করে নিউজিল্যান্ড। বাছাইপর্বে ফাইনাল হেরে যাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দল কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ পায়নি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর