নিজ দেশে এশিয়া কাপ আয়েঅজন করতে না পারলেও বড় অংকের মুনাফা পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ইউএস ডলার পাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারলে নিজ মাটিতে এশিয়া কাপের আসর করতে পারবে না বলে জানিয়ে দেয় এসএলসি। পরে এশিয়া কাপের এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
মরুরদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হলেও আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাই। ফলে এশিয়া কাপ থেকে বড় অঙ্কের অর্থ পাবে শ্রীলঙ্কা। যা সব মিলিয়ে এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে লঙ্কানরা।
ডি সিলভা বলেন, “এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রতি দলের জন্য ২ মিলিয়ন, হোস্টিং ফি হিসেবে ২.৫ মিলিয়ন এবং টিকিট বিক্রয় ফি থেকে ১.৫ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা।’
নিজেদের দেশে এশিয়া কাপের আসরটি না করতে পারার বিষয়ে তিনি বলেন, “দেশের বর্তমান অস্থিরতার কারণে স্টেকহোল্ডারদের এটি নিয়ে সন্দেহ ছিল। আমরা যদি এটি আয়োজন করতাম তবে শ্রীলঙ্কার অর্থনীতি অবশ্যই পর্যটন খাতে উর্ধ্বমুখী হতো এবং দেশের ভাবমূর্তির উন্নতি হতো।”
চলতি আগস্ট মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়ন্টি ফরম্যাটে। প্রথম দিন মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
স্পোর্টসমেইল২৪/আরএস