মিললো যুক্তরাষ্ট্রের ভিসা, কাটলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ০৪ আগস্ট ২০২২
মিললো যুক্তরাষ্ট্রের ভিসা, কাটলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা

সূচি অনুযায়ী চলমান ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতায় ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে ভিসা মিলেছে, আর শঙ্কাও দূর হয়েছে ম্যাচ দু’টি নিয়ে। 

ভিসা প্রক্রিয়ায় দেরী হওয়ায় গায়ানার রাষ্ট্রপ্রধান ইরফান আলির হস্তক্ষপের প্রয়োজন ছিল। তাকে নিশ্চিত করতে হয়েছে ভিসা পেতে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজ-পত্রে উল্লেখিত সব তথ্য সঠিক। আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সেন্ট কিটস থেকেই ভিসা পাওয়া যাবে। 

কিন্তু সেটা না হওয়ায় দুই দলের বেশিরভাগ সদস্য একটি চ্যার্টার বিমানে করে জর্জটাউন থেকে মিয়ামি যাবেন। যাদের মধ্যে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। তবে যাদের ভিসা হয়েছে তারা সেন্ট কিটস থেকেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠবে। 

যদিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আশা করছিল, আকস্মিক তৈরি হওয়া সমস্যা যে কোনো সময়ে সমাধান হয়ে যাবে। তবে বিকল্প হিসেবে পোর্ট অব স্পেনে বাকি দুই ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা সেরে রেখেছিল তারা।

পর্যবেক্ষণে রোহিত, চতুর্থ ম্যাচের আগে সুস্থ হওয়ার আশা 

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চলমান এই টি-টোয়েন্টি সিরিজে একের পর এক সমস্যা এসে হাজির হচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাগেস দেরীতে আসার মতো অদ্ভুত কারণে তিন ঘণ্টা দেরী হয়েছে ম্যাচ শুরু হতে। 

সেই জেরে তৃতীয় ম্যাচে আয়োজকরা বাধ্য হয়েছেন দেড় ঘণ্টা দেরী করে খেলা শুরু করতে, যাতে করে দুই ম্যাচের মাঝে খেলোয়াড় পর্যাপ্ত বিরতি পায়। 

বারর আজমের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের সূর্যকুমার

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। চলতি বছরের ছয় ও সাত আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। 

 স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

ভারতের কোচিং প্যানেলে মানসিক বিশেষজ্ঞ প্যাডি

ভারতের কোচিং প্যানেলে মানসিক বিশেষজ্ঞ প্যাডি

গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

আইসিসির মাসে সেরার তালিকায় দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাকওন

আইসিসির মাসে সেরার তালিকায় দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাকওন