জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ক্রিকেটের এই ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ এইবারই প্রথম সিরিজ খোয়ালো। সিরিজ হারের পরও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ে বিপক্ষে তিন ম্যাচে আফিফের ব্যাট থেকে এসেছে মোট ৭৯ রান। প্রথম ম্যাচে ১০ রান করলেও পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৩০* ও ৩৯* রান। এতেই র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৫৪তম স্থানে।
জিম্বাবুয়ে সিরিজের আগে ‘বিশ্রাম’ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। মূলত জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহানের বদলি হিসেবে স্কোয়াডে এসেছিলেন তিনি।
মঙ্গলবার (২ জুলাই) স্কোয়াডে ঢুকেই একাদশে জায়গা পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এদিন খেলেন ২৭ বলে ২৭ রানের ইনিংস। এই ইনিংসে দলকে জেতাতে না পারলেও র্যাঙ্কিংয়ে রিয়াদের উন্নতি ঠিকই হয়েছে। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪২তম।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে চার উইকেট নেওয়া মোস্তাফিজ দুই ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৩১তম স্থানে।
মোস্তাফিজের আগানোর দিনে পিছিয়েছেন নাসুম আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে উইকেট শূন্য ছিলেন। এক ম্যাচ বিরতি দিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরেছিলেন। ওই ম্যাচে প্রথম ওভারে ৬ রানে এক উইকেট নিলেও নিজের দ্বিতীয় ওভারে দিয়েছিলেন ৩৪ রান।
এতেই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন নাসুম আহমেদ। পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে তার অবস্থান ২১তম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর