পর্যবেক্ষণে রোহিত, চতুর্থ ম্যাচের আগে সুস্থ হওয়ার আশা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৩ আগস্ট ২০২২
পর্যবেক্ষণে রোহিত, চতুর্থ ম্যাচের আগে সুস্থ হওয়ার আশা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার (২ আগস্ট) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় আচমকাই কোমরের মাংশপেশিতে টান লাগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। 

এরপর মাত্র এক বল খেলেই বাধ্য হন মাঠ ছেড়ে যেতে। সিরিজের পরের ম্যাচে রোহিত শর্মাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন ভারত সমর্থকরা। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তার চোট পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা আশাবাদী, পরের ম্যাচে মাঠে নামতে পারবেন রোহিত। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শনিবার (৬ আগস্ট)। ফলে পরের ম্যাচে আগে বেশ লম্বা বিরতি পাচ্ছেন রোহিত শর্মা। 

এ কারণেই ইনজুরি নিয়ে খুব একটা চিন্তা করছেন না ভারতীয় অধিনায়ক। তার আশা, মাঝের দিনগুলোতে সুস্থ হয়ে উঠবেন।

সূর্যকুমারের ঝড়ো ইনিংস, রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

বলেন, “আমার (শরীর) এখন বেশ ভালো অবস্থায় আছে। পরের ম্যাচের আগে আমরা কিছুদিন বিরতি পাচ্ছি। আশা করি ততক্ষণে এটা (ইনজুরি) ঠিক হয়ে যাবে।” 

ভারত ইতিমধ্যে ইনজুরিতে হার্শেল প্যাটেলকে হারিয়েছে। সদ্য হাটুর চোট থেকে সেরে ওঠা রবীন্দ্র জাদেজাকেও তৃতীয় ম্যাচে বিশ্রাম দিতে হয়েছে তাদের। 

sportsmail24

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হওয়ার পর কাল ভালো শুরু করেও ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। 

সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ হেরেছিল ভারত। তৃতীয় ম্যাচে কাল সেন্ট কিটসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে তারা। এতে করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার দল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

লাহোর ও করাচিতে ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি

লাহোর ও করাচিতে ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি

ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

আয়ারল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন রাবাদা

আয়ারল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন রাবাদা