তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেয়েছিলেন নাসুম আহমেদ। ম্যাচে নিজের প্রথম ওভারে ৬ রান দেওয়া নাসুমের শুরুটা বেশ ভালোই ছিল। দ্বিতীয় ওভারেই এসে খেই হারিয়ে ফেলেন নাসুম আহমেদ।
মঙ্গলুবার (২ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ১৪ বলে ৯ রান করা রায়ান বার্ল পরের ৬ বলে ৩৪ রান তুলে নেন। এতেই বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভার সর্বোচ্চ রানের দেওয়ার রেকর্ড গড়েন নাসুম।
তৃতীয় বাংলাদশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ কিংবা তার চেয়ে বেশি রান রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে মোহাম্মদ সাইফউদ্দিনের এক ওভার থেকে ৩১ রান তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
২০১৯ সালে এই রায়ান বার্লই সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান তোলেন। এর দুই বছর পর সাকিব আবারও এক ওভারে ৩০ রান দিয়েছিলেন। সেবার অস্ট্রেলিয়ান ব্যাটার ড্যান ক্রিশ্চিয়ান সাকিবকে এই তিক্ত স্বাদ দিয়েছিলেন।
সাকিবের মতো নাসুমকেও ৩০ বা তার চেয়ে বেশি রানের তিক্ত স্বাদ দিলেন বার্ল। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার এক ওভারে ৩০ বা তার চেয়ে বেশি রান তুললেন রায়ান বার্ল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিবেচনায় নিলে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড এখন নাসুমের দখলে। তার উপরে থাকা দুই ক্রিকেটারের পরিস্থিতি অবস্থা ভেবে নাসুম অবশ্য একটু স্বস্তি বোধ করতে পারেন। তার উপরে থাকা স্টুয়ার্ট ব্রড ও অকিলা ধনঞ্জয়া এক ওভারে দিয়েছিলেন ৩৬ রান। তারা দুইজন এই রেকর্ড গড়েন যথাক্রমে ২০০৭ ও ২০২১ সালে।
নাসুমের আগে এক ওভারে ৩৪ রান দিয়েছিলেন ভারতের শিভম দুবে। সেই ওভারে অবশ্য একটা নো বল হয়েছিল। ছয় বলে উঠেছিল ৩৩ রান। এই রানগুলো নিয়েছিলেন টিম সেইফার্ট ও রস টেইলর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর