৭৬তম টাইগার টি-টোয়েন্টি ক্রিকেটার পারভেজ ইমন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ০২ আগস্ট ২০২২
৭৬তম টাইগার টি-টোয়েন্টি ক্রিকেটার পারভেজ ইমন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি মুনিম শাহরিয়ারকে একাদশে রাখেনি বাংলাদেশ দল। তার বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন তিনি।

টানা দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া মুনিম শাহরিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৭ ও ৪ রান। তাই অভিষেকের দুয়ার খুলেছে ইমনের জন্য।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ইমন বাংলাদেশের ৭৬তম টি-টোয়েন্টি ক্রিকেটার। এর আগে আরও দুইবার জাতীয় দলে ডাক পেলেও খেলা হয়নি তার। অবশ্য প্রথমবার দলে যোগ দেওয়ার আগেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন।

দ্বিতীয়বার ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ওই ম্যাচে তার মাঠে নামা হয়নি। জিম্বাবুয়েতে থেমেছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের অপেক্ষা।

এবার জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণের অপেক্ষা ইমনের সামনে। তার আগে ৭৫তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি জার্সি পড়েছিলেন ইয়াসির আলি রাব্বি। মঙ্গলবার ইমন তার টেস্ট ক্যাপ পেয়েছেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে। এই ম্যাচ খেললেও অধিনায়কত্ব করছেন না রিয়াদ।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ১২৩.৩৭ স্ট্রাইক রেটে ৫৭০ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তার ক্যারিয়ার সেরা ১০০ রান এসেছিল ২০২০ সালের ডিসেম্বরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

নিজেকে কখনোই অনিয়মিত বোলার ভাবি না: মোসাদ্দেক

নিজেকে কখনোই অনিয়মিত বোলার ভাবি না: মোসাদ্দেক

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান