লাহোর ও করাচিতে ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০২ আগস্ট ২০২২
লাহোর ও করাচিতে ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি

দীর্ঘ ১৭ বছর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। মাঝে নানা সময় পাকিস্তান সফরের কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় উপমহাদেশের দেশটিতে পা রাখেনি ইংল্যান্ড। এবার তারা সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে যাবে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর ও করাচিতে।

মঙ্গলবার (২ আগস্ট) ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সাথে প্রকাশ করে সিরিজের সূচিও।

সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের কথা ছিল। এর আগে নিউজিল্যান্ড দল নিরাপত্তা শঙ্কায় সিরিজ স্থগিত করে দেশে ফেরায় একই পথ বেছে নেয় ইংলিশরা।

তবে চলতি বছরের মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া দলের দেশটিতে সফরের পর সিদ্ধান্তে বদল আনে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি আগের সিরিজের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করে।

এরই অংশ হিসেবে এবার পাকিস্তান সফরে সাত টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড দল। সেবার তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল তারা।

দ্বিতীয়বারের মতো সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এর আগে ২০১৯ সালে মালাউ ও মোজাম্বিক সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এটাই এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

 ২০২৩ নিজেদের মাঠে বেশ ব্যস্ত সময় পার করবে পাকিস্তান ক্রিকেট দল। ওই সময়ে দুই দফায় দেশটিতে সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এছাড়াও এশিয়া কাপ আয়োজন করার কথাও রয়েছে দেশটির।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের লিগে বিষ্ফোরণ, খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ পাকিস্তানের

আফগানিস্তানের লিগে বিষ্ফোরণ, খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ পাকিস্তানের

জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন কামরান

জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন কামরান

তিন ফরম্যাটের শীর্ষস্থান দখলে আরও কাছে বাবর

তিন ফরম্যাটের শীর্ষস্থান দখলে আরও কাছে বাবর

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড