শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ পিএম, ০২ আগস্ট ২০২২
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

অর্থনৈতিক দূরাবস্থায় শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে কি-না তা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কাকে সত্যি করে এশিয়া কাপের আয়োজন দ্বীপদেশটি থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাতে। মরুদেশে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

চলতি বছরের ২৭ আগস্ট আরব আমিরাতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের এবারে আয়োজন। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আয়োজন হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এবারের আসরের মূল পর্বে অংশ হিসেবে ছয় দল। এর মধ্যে টেস্ট খেলুড়ে পাঁচটি দল সরাসরি টুর্নামেন্টে অংশ নিবে। আর বাছাই পর্ব পেরিয়ে আসবে আরও একটি দল।

এশিয়া কাপের এবারের আসরে বাছাইপর্ব খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত। মূল পর্বের সূচি ঘোষিত হলেও বাছাইপর্বে কোথায় ও কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

২৭ আগস্ট আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপে এবারের আসেরর। ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। টুর্নামেন্টটিতে প্রথম গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। পরে রবিন রাউন্ড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সেখানে সেরা দুই দল খেলবে ফাইনাল।

ছয় দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান 

এশিয়া কাপের সূচি
প্রথম পর্ব-
২৭ আগস্ট,২০২২- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট, ২০২২- ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট, ২০২২- বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট,২০২২- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
১ সেপ্টেম্বর, ২০২২- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর, ২০২২- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল

দ্বিতীয় পর্ব-

৩ সেপ্টেম্বর,২০২২-  বি১ বনাম বি২
৪ সেপ্টেম্বর,২০২২- এ১ বনাম এ২
৬ সেপ্টেম্বর, ২০২২- এ১ বনাম বি১
৭ সেপ্টেম্বর,২০২২- এ২ বনাম বি২
৮ সেপ্টেম্বর, ২০২২- এ১ বনাম বি২
৯ সেপ্টেম্বর, ২০২২- এ২ বনাম বি১

ফাইনাল- ১১ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’