ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে জিততে হলে ১০ রান আটকাতে হতো ভারতকে। সবাই ধারণা করছিল, এরকম চাপের সময়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারই আসবেন বোলিংয়ে।
কিন্তু সবাইকে অবাক করে শেষ ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন তুলনামূলক অনভিজ্ঞ তরুণ পেসার আবেশ খানের হাতে। ম্যাচ শেষে রোহিত জানালেন, তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বলেন, “এটা শুধুই এইসব (তরুণ) ছেলেদের সুযোগ দেওয়ার জন্য (বোলিং দিয়েছেন)। আমরা জানি ভুবনেশ্বর কুমার আমাদের জন্য কি করতে পারে। সে অনেক বছর ধরেই এটা করে (ম্যাচ জিতিয়েছে) আসছে। কিন্তু কিন্তু আপনি যদি আবেশ, আর্শদ্বীপের (সিং) মতো তরুণদের সুযোগ না দেন তাহলে ভারতের জন্য ডেথ ওভারে কে কেমন বোলিং করে এটা কখনোই খুঁজে পাবেন না।”
বল হাতে পেয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি আবেশ খান। ১০ রান আটকাতে এসে প্রথম বলেই ‘নো’ বল করে বসেন তিনি। পরের দুই বলেই চার ও ছয় হজম করে নুন্যতম প্রতিদ্বন্বিতাও গড়তে পারেননি এই ভারতীয় পেসার।
ভারতকে গুড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে সমতায় ফেরালেন ম্যাকয়
কিন্তু এক ম্যাচেই আবেশকে নিয়ে হতাশ হতে চান না রোহিত শর্মা। বরং তাদের পাশেই থাকছেন তিনি।
“তারা (আবেশ) আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে ভালো করেছে, কিন্তু এটা আলাদা মঞ্চ (আন্তর্জাতিক ক্রিকেট)। এইসব ম্যাচেই আপনি দেখতে পারেন এসব পরিস্থিতিতে তারা কেমন করছেন, তবে হ্যাঁ এটি মাত্র একটা ম্যাচ। আমি মনে করি না আমাদের বাঁ ছেলেদের এসব নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন আছে। তাদের প্রতিভা আছে, স্কিল আছে এটা শুধু তাদের পাশে থাকা ও সঠিক সময়ে সুযোগ দেওয়ার ব্যাপার” যোগ করেন ভারতীয় অধিনায়ক।
১৩৮ রানের পুজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পারায় সতীর্থদের নিয়ে গর্বিত বলে জানান রোহিত। বলেন, “এটা এমন কিছু যেখানে আমি তাদের (সতীর্থ) নিয়ে গর্বিত। যখন আপনি এরকম একটা লক্ষ্য (১৩৮) ডিফেন্ড করবেন তখন এটা ১৩/১৪ ওভারেও শেষ হয়ে যেতে পারে আবার শেষ বল পর্যন্তও গড়াতে পারে। আমরা সেটাই করেছি আজকে। ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে।”
হারের ম্যাচে জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়া সিরিজ এখন সমতায়। মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত দশটায় তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।
স্পোর্টসমেইল২৪/এসকেডি